শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

সবার নজর অর্থমন্ত্রীর মেরুন রঙয়ের ব্রিফকেসে! 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জুন ২০২২, ০১:১০ পিএম

শেয়ার করুন:

সবার নজর অর্থমন্ত্রীর মেরুন রঙয়ের ব্রিফকেসে! 

আজ জাতীয় সংসদে উপস্থাপিত হবে ২০২২-২৩ অর্থবছরের বাজেট। এজন্য আয়-ব্যয়ের হিসাব মেলাতে না পারা মানুষের নজর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের দিকে। কারণ ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটের আকারসহ কিছু কিছু তথ্য প্রকাশ পেলেও অনেক কিছুই এখনও অজানা। বৃহস্পতিবার (৯ জুন) তিনটার পর থেকে একে একে সেসব তথ্য প্রকাশ করবেন চতুর্থবারের মতো বাজেট ঘোষণা করতে যাওয়া অর্থমন্ত্রী।

ইতোমধ্যে জাতীয় সংসদে ব্রিফকেসবন্দি বাজেট ডকুমেন্টস নিয়ে পৌঁছেছেন আ হ ম মুস্তাফা কামাল।


বিজ্ঞাপন


তথ্যমতে, এবারের প্রস্তাবিত বাজেটের আকার ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়া ছবিতে দেখা গেছে, বৃহস্পতিবার (৯ জুন) দুপুর ১২টার কিছু সময় পর সাদা রঙের পাজামা-পাঞ্জাবির ওপরে কালো রঙের মুজিব কোর্ট পরিহিত আ হ ম মুস্তফা কামাল সংসদের লবি দিয়ে হেঁটে যাচ্ছেন। তার হাতে ছিল মেরুন কালারের ব্রিফকেস। যার মধ্যেই মূলত বাজেটের সব ডকুমেন্টস।

kamal2

এর আগে বেলা সোয়া ১১টায় গুলশানের বাসভবন থেকে জাতীয় সংসদ ভবনের উদ্দেশে রওনা করেন অর্থমন্ত্রী।


বিজ্ঞাপন


এদিকে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দিতে বৈঠকে বসেছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক শুরু হয়।

বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল তিনটায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এটি দেশের ৫১তম ও বর্তমান সরকারের তৃতীয় মেয়াদের চতুর্থ বাজেট। আর অর্থমন্ত্রী হিসেবেও আ হ ম মুস্তফা কামালের এটি চতুর্থ বাজেট।

মন্ত্রিসভার অনুমোদনের পর ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেট সংক্রান্ত বিলে অনুমোদন সূচক স্বাক্ষর দেবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

বিইউ/জেবি

 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর