বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

একনজরে প্রস্তাবিত বাজেট

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জুন ২০২২, ০৫:৪৬ পিএম

শেয়ার করুন:

একনজরে প্রস্তাবিত বাজেট

‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ শিরোনামের এবারের প্রস্তাবিত বাজেটটি প্রস্তুত হয়েছে সরকারের অতীতের অর্জন এবং উদ্ভূত বর্তমান পরিস্থিতির সমন্বয়ে। ২০২২-২০২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সঙ্গত কারণেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কৃষি খাত, স্বাস্থ্য, মানবসম্পদ, কর্মসংস্থান ও শিক্ষাসহ বেশ কিছু খাতে।

এই অর্থবছরে ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটের আকার চলতি ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় ৭৪ হাজার ৩৮৩ কোটি টাকা বেশি। আর সংশোধিত বাজেটের তুলনায় ৮৪ হাজার ৫৬৪ কোটি টাকা বেশি।


বিজ্ঞাপন


চলতি ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ছিল ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকা। এবারের প্রস্তাবিত বাজেট দেশের ইতিহাসের সর্বোচ্চ ঘাটতির দিক থেকেও নতুন মাইলফলক স্থাপন করেছে।

মোট ৬২টি মন্ত্রণালয়/বিভাগের আওতায় ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী। এর মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে অর্থ মন্ত্রণালয় এক লাখ ৯০ হাজার ৭১৩ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে স্থানীয় সরকার বিভাগ ৪১ হাজার ৭০৭ কোটি টাকা এবং তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় ৪০ হাজার ৩৬০ কোটি টাকা।

একনজরে প্রস্তাবিত বাজেট

বাজেটের আকার: ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা


বিজ্ঞাপন


রাজস্ব আয় প্রাক্কলন: ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা

এনবিআরের লক্ষ্যমাত্রা: ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা

এনবিআর বহির্ভূত কর: ১৮ হাজার কোটি টাকা

করছাড় প্রাপ্তি: ৪৩ হাজার কোটি টাকা

বৈদেশিক অনুদান: ৩ হাজার ২৭১ কোটি টাকা

বাজেট ঘাটতি: ২ লাখ ৪৫ হাজার ৬৮১ কোটি টাকা

এডিপিতে বরাদ্দ: ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা

উন্নয়ন ব্যয়: ২ লাখ ৫৯ হাজার ৬১৭ কোটি টাকা

প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা: ৭ দশমিক ৫ শতাংশ

মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা: ৫ দশমিক ৬ শতাংশ

ঘাটতি অর্থায়ন

অভ্যন্তরীণ উৎস: ২ লাখ ৪১ হাজার ৭৯৩ কোটি টাকা

ব্যাংক ব্যবস্থা থেকে: ১ লাখ ৬ হাজার ৩৩৪ কোটি টাকা

ব্যাংক বহির্ভূত ঋণ: ৪০ হাজার ১ কোটি টাকা।

সঞ্চয়পত্র থেকে ঋণ: ৩৫ হাজার কোটি টাকা

বৈদেশিক উৎস থেকে ঋণ: ৯৫ হাজার ৪৫৮ কোটি টাকা

করমুক্ত বার্ষিক আয়সীমা: ৩ লাখ টাকা

বিইউ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর