বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে যা আছে বাজেটে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জুন ২০২২, ০৪:৪৪ পিএম

শেয়ার করুন:

বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে যা আছে বাজেটে

মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য, স্মৃতি সংরক্ষণ এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। 

বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে এমন তথ্য উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।


বিজ্ঞাপন


তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে ২০২১-২২ অর্থবছর হতে সকল শ্রেণির বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানি ভাতা ন্যূনতম ২০ হাজার টাকায় উন্নীত করা হয়েছে।

তিনি আরো বলেন, ইতোমধ্যে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) ও সমর্থিত তালিকা প্রস্তুত করা হয়েছে। এছাড়া, বীর মুক্তিযোদ্ধাদের পরিচিতি নিশ্চিতকল্পে তাদের অনুকূলে স্মার্ট কার্ড ও ডিজিটাল সনদপত্র প্রদান কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে দেশের সকল জেলা-উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

এআইএম/ একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর