শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

আর্থিক খাত সংস্কারে পদক্ষেপের কথা জানালেন অর্থমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জুন ২০২২, ০৬:১৬ পিএম

শেয়ার করুন:

আর্থিক খাত সংস্কারে পদক্ষেপের কথা জানালেন অর্থমন্ত্রী

আর্থিক খাত সংস্কারে নানা পদক্ষেপের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী এ কথা বলেন।

মুস্তফা কামাল বলেন, ব্যাংক, পুঁজিবাজার, বিমা ও অন্যান্য আর্থিক খাতের সংস্কার ও উন্নয়নে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছে। তার মধ্যে আইনি কাঠামোর পরিবর্তন ও ব্যবস্থাপনায় কম্পিউটারাইজেশন উল্লেখযোগ্য। রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকসমূহে কোর ব্যাংকিং সলিউশন প্রচলন করা হয়েছে। অর্থ লেনদেনের ঝুঁকি হ্রাসকরণ ও গ্রাহক স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে ‘পেমেন্ট এন্ড সেটেলমেন্ট সিস্টেমস আইন, ২০২২’ প্রণয়ন ও কার্যকর করা হয়েছে।


বিজ্ঞাপন


অর্থমন্ত্রী বলেন, সুরক্ষিত লেনদেন (অস্থাবর সম্পত্তি) আইন-২০২১ এবং ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন, ২০২১ এর খসড়া মন্ত্রিপরিষদের নীতিগত অনুমোদন লাভ করেছে। এছাড়া ফাইন্যান্স কোম্পানি আইন ও দেউলিয়া বিষয়ক (সংশোধন) আইনসহ ব্যাংক ও বিমা সংক্রান্ত বিভিন্ন আইন, বিধি, প্রবিধি ইত্যাদি প্রণয়ন ও সংশোধনের কার্যক্রম চলমান রয়েছে।

ডব্লিউএইচ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর