শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

বাজেট বাস্তবায়ন হলে আবাসন খাত ক্ষতিগ্রস্ত হবে: রিহ্যাব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জুন ২০২২, ০২:৩৪ পিএম

শেয়ার করুন:

বাজেট বাস্তবায়ন হলে আবাসন খাত ক্ষতিগ্রস্ত হবে: রিহ্যাব

প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেট বাস্তবায়ন হলে দেশের আবাসন খাত ক্ষতিগ্রস্ত হবে বলে বলে মনে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

শনিবার (১৮ জুন) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘ঘোষিত জাতীয় বাজেট ২০২২-২৩ সম্পর্কিত রিহ্যাবের প্রতিক্রিয়া’ শীর্ষক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এই দাবি করেন।


বিজ্ঞাপন


রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজল বলেন, আমদানি শুল্ক ৫ শতাংশ, মূল্য সংযোজন কর (মূসক) ১৫ শতাংশ, অগ্রিম আয়কর (এআইটি) ৫ শতাংশ ও অগ্রিম কর (এটি) ৫ শতাংশ করা হয়েছে। এছাড়াও বাজেটে লিফটের কর ১৯ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। যা আবারও বিবেচনায় আনতে হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, এর ফলে লিফট আমদানিতে শুল্ক কর ১১ থেকে এক লাফে ১৯ শতাংশ বেড়ে ৩০ শতাংশে ওঠেছে। হঠাৎ করে এই মূল্যবৃদ্ধি ফ্ল্যাটের দাম আরও বাড়িয়ে দেবে।

ডিএইডি/জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর