বিশ্ব ইজতেমা আজ শুক্রবার (১৩ জানুয়ারি) থেকে শুরু। দুই পর্বের ইজতেমার প্রথম পর্ব এটি। এই পর্বটি চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। ইজতেমা শুরু হওয়ার দুইদিন আগ থেকেই কানায় কানায় পূর্ণ ইজতেমা ময়দান। গতকাল বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বাদ ফজর বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের জন্য প্রাথমিক আম বয়ান হয়েছে।
বৃহস্পতিবার বাদ জোহর বয়ান করেছেন মাওলানা রবিউল হক। আসরের পর বয়ান করেছেন মাওলানা ফারুক। বাদ মাগরিব বয়ান করছেন মাওলানা ইব্রাহিম দেওলা। তার বয়ানে বাংলা অনুবাদ করছেন মাওলানা যুবায়ের আহমদ সাহেব। আরবি অনুবাদ করছেন মাওলানা আব্দুল মতিন। ইজতেমার মূল কার্যক্রমের তিনদিনই গুরুত্বপূর্ণ বয়ান হবে। তাবলিগের কোন আলেম কখন বয়ান করবেন, এখানে তুলে ধরা হলো।
বিজ্ঞাপন
শুক্রবার (১৩-০১-২০২৩)
ফজরের পর: মাওলানা জিয়াউল হক সাহেব, পাকিস্তান। মুআল্লিমিনদের সঙ্গে মোজাকারা মাওলানা জিয়াউল হক।
সকাল ১০টা: স্কুল-কলেজ-ভার্সিটির শিক্ষকদের উদ্দেশ্যে বয়ান করবেন প্রফেসর সানাউল্লাহ সাহেব, আলিগড়, হিন্দুস্থান।
স্কুল-কলেজ-ভার্সিটির ছাত্রদের উদ্দেশ্যে বয়ান করবেন ড. নওশাদ সাহেব, করাচী, পাকিস্তান।
জুমার বয়ান: মাওলানা ইসমাইল গোদরাহ, হিন্দুস্থান
জুমার খুতবা: মাওলানা ক্বারি যুবায়ের সাহেব, বাংলাদেশ
বাদ জুমা বয়ান: মাওলানা ইসমাইল গোদরাহ, হিন্দুস্থান
বাদ আসর: মাওলানা ক্বারি যুবায়ের সাহেব, বাংলাদেশ
বাদ মাগরিব: মাওলানা আহমদ লাট সাহেব, হিন্দুস্থান। বাংলা অনুবাদ, মাওলানা ওমর ফারুক।
শনিবার (১৪-০১-২০২৩)
ফজরের পর: মাওলানা খুরশিদুল হক, পাকিস্তান।
সকাল ১০টা: উলামায়ে কেরামদের উদ্দেশ্যে বয়ান করবেন মাওলানা ইবরাহিম দেওলা, হিন্দুস্থান।
তালেবে ইলমদের উদ্দেশ্যে বয়ান করবেন মাওলানা খুরশিদুল হক, পাকিস্তান।
মাওলানা আহমদ লাট সাহেব, হিন্দুস্থান।
বোবা ও বধিরদের উদ্দেশ্যে বয়ান করবেন সানোবার সাহেব, দিল্লী, হিন্দুস্থান।
ইংরেজি বয়ান করবেন মাওলানা ইফতার জমান, পাকিস্তান
বাদ জোহর: ভাই ওমর ফারুক, হিন্দুস্থান।
বাদ আসর: মাওলানা জুহাইরুল হাসান, হিন্দুস্থান।
বাদ মাগরিব: মাওলানা ইবরাহিম দেওলা, হিন্দুস্থান। বাংলা অনুবাদ, মাওলানা ক্বারি যুবায়ের সাহেব।
রোববার (১৫-০১-২০২৩)
হেদায়াতি বয়ান: সাড়ে সাতটায় মাওলানা আবদুর রহমান, মুম্বাই, হিন্দুস্থান। বাংলা অনুবাদ, মাওলানা আব্দুল মতিন।
বিশেষ নসিহত: মাওলানা ইবরাহিম দেওলা, হিন্দুস্থান। বাংলা অনুবাদ মাওলানা ক্বারি যুবায়ের আহমদ সাহেব।
আখেরি মোনাজাত: মাওলানা ক্বারি যুবায়ের আহমদ সাহেব।















































































































