রাজধানীর গাবতলি পর্বত সিনেমা হল থেকে মিরপুর-১ নম্বর রুটে চলাচল করে এপার-ওপার লেগুনা। তবে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত উপলক্ষে রুটের বাইরে চলাচল করছে পরিবহনটি। মিরপুর-১ নম্বর ওয়াটার বাসস্ট্যান্ড থেকে ছুটছে টঙ্গী রুটে।
রোববার (২২ জানুয়ারি) সকাল থেকে ইজতেমাগামী মুসল্লিদের পরিবহনে ব্যস্ত লেগুনাগুলো।
বিজ্ঞাপন
পরিবহনটির শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইজতেমাগামী যাত্রীদের তারা টঙ্গী কামারপাড়া ব্রিজ পর্যন্ত পৌঁছে দেবেন। আর এ ক্ষেত্রে ভাড়া নেওয়া হচ্ছে ৭০ টাকা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মিরপুর বেড়িবাঁধ হয়ে টঙ্গীগামী সরাসরি কোনো পরিবহন নেই। তবে পরিবহন পাল্টে টঙ্গী যাওয়ার সুযোগ আছে। সে ক্ষেত্রে ভাড়া গুনতে হয় ৫০ টাকা।
অর্থাৎ ইজতেমা উপলক্ষে রুট ভেঙে টঙ্গীর পথে যাওয়া এই লেগুনা জনপ্রতি ২০ টাকা হারে বাড়তি ভাড়া আদায় করছে।
বিজ্ঞাপন
তবে ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে যাওয়া মুসল্লিরা মুনাজাত শুরুর আগে ইজতেমা এলাকায় উপস্থিত হতে চান। তাই ভাড়ার দিকে সেভাবে নজর দিচ্ছেন না তারা।
এদিকে পাশেই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ওয়াটার বাসস্ট্যান্ড। সেখানে তুরাগ নদের জলপথ ধরে টঙ্গী পর্যন্ত জনপ্রতি ভাড়া নেওয়া হচ্ছে ৭০ টাকা। সংস্থাটির বাইরে সাধারণ মাঝিরা ১০০ টাকা হারে ভাড়া নিয়ে যাত্রী পরিবহন করছেন।
কারই/এএস