রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ঢাকা

ঢাকা-টঙ্গী যাতায়াত ৩০ টাকায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৩, ০৮:২৮ এএম

শেয়ার করুন:

ঢাকা-টঙ্গী যাতায়াত ৩০ টাকায়

বিশ্ব ইজতেমার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে সরকার। রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে যাতায়াত মাত্র ৩০ টাকায়। স্টেশন কাউন্টার ছাড়াও টিকিট বিক্রি করছেন ভ্রাম্যমাণ টিকিট বিক্রেতারা।

রোববার (২২ জানুয়ারি) সকাল ৭টার দিকে কমলাপুর রেলস্টেশনে দেখা যায় কমিউটার ট্রেনের কাউন্টারে মুসল্লিদের লম্বা লাইন। কাউন্টার ছাড়াও স্টেশনের গেটে হাঁক ডাক দিয়ে টিকিট বিক্রি করছে ভ্রাম্যমাণ টিকিট বিক্রেতারা।


বিজ্ঞাপন


train

ভ্রাম্যমাণ টিকিট বিক্রেতাদের একজন ঢাকা মেইলকে বলেন, টঙ্গী থেকে যাতায়াত মাত্র ৩০ টাকায়। এই টিকিট দিয়ে টঙ্গী স্পেশালসহ যে কোনো ট্রেনে যাতায়াত করতে পারবে মুসল্লিরা।

এদিকে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে রোববার পাঁচ স্পেশাল ট্রেন পরিচালনা করেছে রেল কর্তৃপক্ষ। ট্রেনে অনেকটা স্বাচ্ছন্দ্যেই ইজতেমায় যাচ্ছেন মুসল্লিরা।

রোববার সকাল পৌনে ৭টায় কমলাপুর রেলস্টেশনে দেখা যায়, স্টেশনের ৩ নাম্বার প্ল্যাটফর্মে টঙ্গী স্পেশাল-৪ ট্রেনটি ৩ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। ট্রেন অনেকটাই ফাঁকা। ইজতেমার মুসল্লিরা স্বাচ্ছন্দ্যেই ট্রেনে উঠছেন।


বিজ্ঞাপন


train

এর আগে প্রথম ট্রেন ছেড়ে যায় ভোর পৌনে ৫টায়। দ্বিতীয় ট্রেন ছাড়ে ভোর ৫টা ২৫ মিনিটে। তৃতীয় ট্রেন সকাল ৬টা ১০ মিনিটে ছেড়ে যায়। পরবর্তী ৫ নম্বর ট্রেন সকাল ৭টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা।

আখেরি মোনাজাতে মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ইজতেমা মাঠে পৌঁছাতে পারে সেজন্য রেলওয়ে বরাবরের মতো এবারও মোনাজাত স্পেশাল ট্রেন পরিচালনা করবে।

টিএই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর