বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

ট্রেনে স্বাচ্ছন্দ্যে ইজতেমায় যাচ্ছেন মুসল্লিরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৩, ০৭:৫১ এএম

শেয়ার করুন:

loading/img

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে রোববার পাঁচ স্পেশাল ট্রেন পরিচালনা করবে রেল কর্তৃপক্ষ। ট্রেনে অনেকটা স্বাচ্ছন্দ্যেই ইজতেমায় যাচ্ছেন মুসল্লিরা।

রোববার (২২ জানুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে কমলাপুর রেলস্টেশনে দেখা যায়, স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে টঙ্গী স্পেশাল-৪ ট্রেনটি দাঁড়িয়ে আছে। ট্রেন অনেকটাই ফাঁকা। ইজতেমার মুসল্লিরা স্বাচ্ছন্দ্যেই ট্রেনে উঠছেন।


বিজ্ঞাপন


train

এর আগে প্রথম ট্রেন ছেড়ে যায় ভোর পৌনে ৫টায়। দ্বিতীয় ট্রেন ছাড়ে ভোর ৫টা ২৫ মিনিটে। তৃতীয় ট্রেন সকাল ৬টা ১০ মিনিটে ছেড়ে যায়। পরবর্তী ৫ নম্বর ট্রেন সকাল ৭টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা।

আখেরি মোনাজাতে মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ইজতেমা মাঠে পৌঁছাতে পারে সেজন্য রেলওয়ে বরাবরের মতো এবারও মোনাজাত স্পেশাল ট্রেন পরিচালনা করবে।

টিএই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

এই ক্যাটাগরির আরও খবর