বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

দ্বিতীয় পর্বের ইজতেমায় আরও ২ মুসল্লির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৩, ০৭:১৪ এএম

শেয়ার করুন:

loading/img

টঙ্গীর তুরাগ নদের তীরে চলমান বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরও দুই মুসল্লি মারা গেছেন। তারা হলেন- গাইবান্ধার মৃত শুকর মন্ডলের ছেলে আব্দুল হামিদ মন্ডল (৫৫) এবং ঢাকার সাভারের বাসিন্দা আব্দুল আলীমের ছেলে মফিজুল ইসলাম (৬০)। এ নিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বে তিনজন মুসল্লি মারা গেলেন।

এর আগে বৃহস্পতিবার দিনগত রাত তিনটায় বরগুনা থেকে ইজতেমায় যোগ দিতে আসা আব্দুল আলীর ছেলে বৃদ্ধ মফিজুল ইসলাম (৭৫) মারা যান।


বিজ্ঞাপন


ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তিনজনেরই স্বাভাবিক মৃত্যু হয়েছে।

শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ ৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের প্রথম দিন শুক্রবার হওয়ায় ইজতেমা মাঠে বৃহৎ জুমার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। 

টিএই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

এই ক্যাটাগরির আরও খবর