রোববার, ২৮ এপ্রিল, ২০২৪, ঢাকা

হজে গিয়ে ২০ বাংলাদেশির ইন্তেকাল, চিকিৎসা নিয়েছেন ২২ হাজার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জুন ২০২৩, ১১:৩৮ এএম

শেয়ার করুন:

হজে গিয়ে ২০ বাংলাদেশির ইন্তেকাল, চিকিৎসা নিয়েছেন ২২ হাজার

পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে গিয়ে সর্বমোট ২০ জন ইন্তেকাল করেছেন। এদের মধ্যে ১৭ জন পুরুষ, ৩ জন নারী। মক্কায় মারা গেছেন ১৭ জন ও মদিনায় ৩ জন।

বৃহস্পতিবার (১৫ জুন) দিবাগত মধ্যরাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


এছাড়াও হজে গিয়ে চিকিৎসা কেন্দ্র থেকে স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র গ্রহণ করেছেন ১১ হাজার ৬৫৩ জন বলে হজ বুলেটিনে জানানো হয়েছে।

হজ বুলেটিনে আরও জানানো হয়েছে, পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরব পৌঁছেছেন  ৮৬ হাজার ১৯৯ জন হজযাত্রী। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯ হাজার ৩৮৬ হজযাত্রী ও বেসরকারিভাবে ৭৬ হাজার ৮১৩ জন।

এরআগে রাতে বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলাম এর সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ থেকে আগত হজযাত্রীদের মিনা মুভমেন্টে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে। গত ২১ মে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।


বিজ্ঞাপন


টিএই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর