রোববার, ২৮ এপ্রিল, ২০২৪, ঢাকা

হাজরে আসওয়াদে চুম্বন করলে কী হয়?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১২ জুন ২০২৩, ০৫:৪৬ পিএম

শেয়ার করুন:

হাজরে আসওয়াদে চুম্বন করলে কী হয়?

পবিত্র কাবাঘরের দেয়ালে বিশেষভাবে স্থাপনকৃত পাথরের নাম ‘হাজরে আসওয়াদ’। আরবি ‘হাজর’ শব্দের অর্থ পাথর আর ‘আসওয়াদ’ শব্দের অর্থ কালো। অর্থাৎ হাজরে আসওয়াদ অর্থ হলো কালো পাথর। ‘হাজরে আসওয়াদ’ বেহেশতের মর্যাদাপূর্ণ একটি পাথর। হাজিরা হজ করতে গিয়ে এতে সরাসরি বা ইশারার মাধ্যমে চুম্বন দিয়ে থাকেন। মর্যাদাপূর্ণ পাথরটি পবিত্র কাবাঘরের দক্ষিণ-পূর্ব কোণের দেয়ালে মাতাফ থেকে দেড় মিটার উঁচুতে গাঁথা অবস্থায় রক্ষিত আছে।

হাজরে আসওয়াদের কিছু বৈশিষ্ট্য
হাদিসের গ্রন্থগুলোতে হাজরে আসওয়াদের বৈশিষ্ট্য সম্পর্কে প্রচুর আলোচনা এসেছে। রাসুল (স.) বলেছেন, ‘হাজরে আসওয়াদ একটি জান্নাতি পাথর, তার রং দুধের চেয়ে বেশি সাদা ছিল। এরপর বনি আদমের পাপরাশি এটিকে কালো বানিয়ে দিয়েছে।’ (জামে তিরমিজি : ৮৭৭, মুসনাদে আহমদ: ১/৩০৭, ৩২৯)। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, ‘হাজরে আসওয়াদ জান্নাতেরই একটি অংশ।’ (ইবনে খুজায়মা: ৪/২২০)


বিজ্ঞাপন


হাজরে আসওয়াদ তাওয়াফ শুরুর স্থানে অবস্থিত। প্রথমে এখান থেকেই তাওয়াফ শুরু করতে হয়। ‘বায়তুল্লাহ’ বা কাবাঘর তাওয়াফ ও প্রদক্ষিণের সময় হাজরে আসওয়াদ স্পর্শ করা ও চুম্বন করা সুন্নত।

হাজরে আসওয়াদ চুম্বন করার ফজিলত
হাজরে আসওয়াদ চুম্বন করা বরকতময়। রাসুল (স.) বলেছেন, ‘কেয়ামতের দিন এ পাথর আবু কুবাইস পাহাড় থেকে বড় আকার ধারণ করে উপস্থিত হবে। তার একটি জিহ্বা ও দুটি ঠোঁট থাকবে, (বায়তুল্লাহর জিয়ারতকারীরা) কে কোন নিয়তে তাকে চুম্বন করেছে, সে সম্পর্কে বক্তব্য দেবে।’ (ইবনে খুজায়মা: ৪/২২১; মুসতাদরাক হাকেম: ১/৪৫৭)

‘হাজরে আসওয়াদ স্পর্শ করলে গুনাহ মাফ হয়’ (নাসায়ি: ৫/২২১; আলবানি এ হাদিসটিকে সহিহ বলেছেন, নম্বর: ২৭৩২ )। অন্য হাদিসে এসেছে, হাজরে আসওয়াদের একটি জিহবা ও দুটি ঠোঁট রয়েছে, যে ব্যক্তি তাকে চুম্বন-স্পর্শ করল, তার পক্ষে সে কেয়ামতের দিন সাক্ষ্য দেবে। (আহমদ: ১/২৬৬; আলবানি এ হাদিসটিকে সহিহ বলেছেন। দ্র: সহিহ ইবনে মাজাহ, নম্বর: ২৩৮১)

তবে, হাজরে আসওয়াদ কেবলই একটি পাথর যা কারো কল্যাণ বা অকল্যাণ কোনোটাই করতে পারে না। কেননা ওমর (র) বলেছেন, إني أعلم أنك لا تضر ولا تنفع - ‘আমি নিশ্চয়ই জানি তুমি কল্যাণ অকল্যাণ কোনোটাই করতে পারো না’ (বুখারি: ৩/৪৬২)। 


বিজ্ঞাপন


হাদিসে আরও এসেছে, ‘মানুষের গুনাহ যদি হাজরে আসওয়াদ ও মাকামে ইবরাহিমের পাথরকে স্পর্শ না করতো, তাহলে যেকোনো অসুস্থ ব্যক্তি তা স্পর্শ করলে (আল্লাহর পক্ষ হতে) তাকে সুস্থতা দান করা হতো’ (সুনানে কুবরা, বায়হাকি: ৫/৭৫)। আবদুল্লাহ ইবনে ওমর (রা.)-কে হাজরে আসওয়াদ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমি রাসুল (স.)-কে তা স্পর্শ ও চুম্বন করতে দেখেছি।’ (মুসলিম: ১২৬৭)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মর্যাদাপূর্ণ জান্নাতি পাথর হাজরে আসওয়াদকে বিশুদ্ধ নিয়তে চুম্বন করার তাওফিক দান করুন। আমিন।

হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদ পাথর চুরি, হাজরে আসওয়াদ পাথরের ইতিহাস, হাজরে আসওয়াদ স্থাপনের ঘটনা, হাজরে আসওয়াদ কি ফেরেশতা, হাজরে আসওয়াদ সম্পর্কে কুরআন, হাজরে আসওয়াদ কে স্থাপন করেছিলেন, হাজরে আসওয়াদ এর গুরুত্ব কি, আসওয়াদ অর্থ কি, হাজরে আসওয়াদ অর্থ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর