শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

যে ২০ ভাষায় অনুবাদ হবে হজের খুতবা

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন ২০২৩, ০২:০১ পিএম

শেয়ার করুন:

যে ২০ ভাষায় অনুবাদ হবে হজের খুতবা

আগামী ২৭ জুন আরাফাতের ময়দানে ২০ লাখের বেশি হাজির উদ্দেশে মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেবেন সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সদস্য শায়খ ড. ইউসুফ বিন মুহাম্মদ বিন সায়িদ। এ বছর হজের খুতবা ২০টির বেশি ভাষায় তাৎক্ষণিক অনুবাদ সম্প্রচারিত হবে। এই ২০ ভাষার মধ্যে বাংলাও রয়েছে। 

বাংলা অনুবাদ করবেন ড. খলীলুর রহমান, আ ফ ম ওয়াহিদুর রহমান মাক্কী, মুবিনুর রহমান ফারুক ও নাজমুস সাকিব। তারা সবাই মক্কার বিখ্যাত উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।


বিজ্ঞাপন


যে ২০ ভাষায় হজের খুতবা অনুবাদ হবে 
১. ইংরেজি
২. ফ্রেঞ্চ
৩. মালয়
৪. উর্দু
৫. পার্সি/ফরাসি ২০ ভাষায় হজের খুতবা
৬. চীনা
৭. তুর্কি
৮. রাশিয়ান
৯. হাউসা হজের খুতবার অনুবাদ ২০ ভাষায়
১০. বাংলা
১১. সুইডিশ
১২. স্প্যানিশ মসজিদে নামিরা থেকে হজের খুতবা
১৩. সোয়াহিলি Hajj Sermon
১৪. আমহারিক Haj Khutbar Bengali translation
১৫. ইতালিয়ান
১৬. পর্তুগিজ Translation of Hajj sermons in 20 languages
১৭. বসনিয়ান
১৮. মালায়ালাম
১৯. ফিলিপিনো
২০. জার্মান

উল্লেখ্য, গত ১৪৩৯ হিজরি মোতাবেক ২০১৮ সালে জেনারেল প্রেসিডেন্সি বিভাগের তত্ত্বাবধানে পাঁচটি ভাষায় আরাফার খুতবা অনুবাদ প্রকল্প যাত্রা শুরু করে। ২০২০ সালে বাংলাসহ মোট ১০টি ভাষায় খুতবার অনুবাদ করা হয়। পরের বছর ১৪টি ভাষায় অনুবাদ করা হয়। এ বছর ২০টি ভাষায় অনুবাদের প্রস্তুতি নেওয়া হয়। মূলত সর্বোচ্চসংখ্যক মানুষের কাছে ইসলামের সুমহান বাণী পৌঁছে দিতে প্রতিবছর অনুবাদ কার্যক্রমে নতুন ভাষা যুক্ত করা হচ্ছে।

সূত্র: হারামাইন শরিফাইন

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর