বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

জমজমের পানি পানের সুন্নত নিয়ম কোনটি?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২২, ০৭:৫৬ পিএম

শেয়ার করুন:

loading/img

পবিত্র জমজমের পানি বসে নাকি দাঁড়িয়ে পান করা সুন্নাহ—এ নিয়ে মতবিরোধ দীর্ঘদিনের। কেউ দাঁড়িয়ে পান করা সুন্নত বলে মত দিলেও অনেকে বসে পান করার পক্ষেও কথা বলেছেন। পবিত্র এই পানি কোন অবস্থায় পান করা সুন্নতসম্মত তা নিয়ে কথা বলেছেন প্রখ্যাত ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে জমজমের পানি বসে ও দাঁড়িয়ে দুইভাবেই পান করার বিষয়ে হাদিসগুলোও তুলে ধরেন প্রখ্যাত এই ইসলামিক স্কলার।


বিজ্ঞাপন


তবে, দালিলিক আলোচনার সারমর্মে যেটি ফুটে ওঠেছে তা হলো—সাধারণ পানি পানের মতো জমজমের পানিও বসে পান করাই উত্তম এবং সুন্নাহ। কেননা দাঁড়িয়ে পানি পানের ব্যাপারে সাধারণ নিষেধাজ্ঞা এসেছে হাদিসে।

নবী (স.) কখনো জমজমের পানি দাঁড়িয়ে পান করলেও বসা থেকে দাঁড়িয়ে পান করেছেন বলে কোনো বর্ণনা পাওয়া যায় না। আবার জমজমের পানির মতো সাধারণ পানিও কখনও দাঁড়িয়ে পান করেছেন বলে হাদিস রয়েছে।

অতএব জমজমের পানি পান করার জন্য বসা থেকে দাঁড়াতেই হবে—এমনটি নয়। শায়খ আহমাদুল্লাহর ভিডিওটি ঢাকা মেইলের পাঠকদের জন্য নিচে সংযুক্ত করে দেওয়া হলো।


বিজ্ঞাপন


 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন