শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

কাল ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হবে মিনা

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন ২০২৩, ০৫:০৭ পিএম

শেয়ার করুন:

কাল ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হবে মিনা

মক্কার অদূরে মিনা নগরীর উদ্দেশে রওনার মধ্য দিয়ে আজ রোববার সন্ধ্যা থেকে (২৫ জুন) শুরু হচ্ছে এবারের হজের মূল আনুষ্ঠানিকতা। আজ রাতের মধ্যে হাজিরা মিনায় অবস্থান করবেন। তাঁবুর শহর নামে খ্যাত মিনা মুখরিত হয়ে উঠবে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে। মিনায় জোহর, আছর, মাগরিব, এশা এবং ফজরের নামাজ আদায় করে আরাফার ময়দানে যাবেন হাজিরা। পবিত্র কাবা থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত মিনা প্রান্তরের আয়তন প্রায় ২০ বর্গকিলোমিটার।

হজ পালনকারীদের জন্য ৮ জিলহজ জোহরের নামাজের আগে মিনায় পৌঁছা সুন্নত। মিনায় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ও রাতযাপন সুন্নত। মিনায় অবস্থানের পুরোটা সময় হাজিরা নামাজ ছাড়াও তালবিয়া, জিকির ও কোরআন তিলাওয়াতে মশগুল থাকেন। এখানে অবস্থানের প্রতিটি মুহূর্ত মূল্যবান। অল্প সময়ও জিকির-আজকার থেকে বিরত থাকা উচিত নয়। অনর্থক গল্প-গুজব থেকে বিরত থাকা আবশ্যক। হজের আনুষ্ঠানিকতা শুরু 


বিজ্ঞাপন


এখানে হাজিদের রাত কাটানোর জন্য আলাদা তাঁবু রয়েছে। প্রত্যেক তাঁবুর আলাদা নম্বর রয়েছে। এখানে হাজিদের এজেন্সির পক্ষ থেকে খাবার পরিবেশন করা হবে। মিনার তাঁবুগুলো সারা বছর গুটিয়ে রাখা হয়। ওই সময় সেখানে জনসাধারণের প্রবেশ নিষেধ। ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত মিনা

হজযাত্রীরা কেউ বাসে, কেউ পায়ে হেঁটে বা অন্য যানবাহনে মিনার উদ্দেশে রওনা করবেন। আগামীকাল সোমবার মিনার তাঁবুতে অবস্থান করবেন হাজিরা। পরদিন তারা যাবেন আরাফাতের ময়দানে। মূলত ৯ জিলহজ ‘আরাফাতের ময়দানে অবস্থান করাই হজ’ (নাসায়ি: ৩০৪৪)। এরপর মুজদালিফা হয়ে হাজিরা আবার মিনায় ফিরবেন। সেখানে অবস্থান করে শয়তানকে কংকর মারা, কোরবানি, মাথা মুণ্ডন, তাওয়াফ এসব আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সম্পন্ন হবে হজের কার্যক্রম। 2023 hajj mina মিনা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক

আরাফাতের ময়দান সংলগ্ন মসজিদে নামিরা থেকে এ বছর (২৭ জুন) পবিত্র হজের খুতবা দেবেন সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সদস্য শায়খ ড. ইউসুফ বিন মুহাম্মদ বিন সায়িদ। ২০টির বেশি ভাষায় তাৎক্ষণিক খুতবার অনুবাদ সম্প্রচারিত হবে। এই ২০ ভাষার মধ্যে বাংলাও রয়েছে। মিনা প্রান্তর

হজের অন্যতম বিধান শয়তানকে পাথর নিক্ষেপ করার আমলটিও মিনাতেই পালন করা হয়। তবে তা ১০, ১১ ও ১২ জিলহজ পালন করতে হয়। মিনায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, Mina Labbaik Allahumma Labbaik হজের আনুষ্ঠানিকতা শুরু হয় কিসের দ্বারা

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর