শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

আরাফার দিনের উত্তম দোয়া যা পূর্ববর্তী নবীরাও পড়েছেন

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০২৩, ০৯:০২ এএম

শেয়ার করুন:

আরাফার দিনের উত্তম দোয়া যা পূর্ববর্তী নবীরাও পড়েছেন

আরাফার দিনে দোয়া করার বিশেষ গুরুত্ব ও ফজিলত বর্ণনা করতে গিয়ে মহানবী (স.) পূর্ববর্তী নবী রাসুলদের একটি দোয়ার উল্লেখ করেছেন। দোয়াটি হলো— لَا إِلَهَ إِلّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ‘লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শায়ইন ক্বাদির।’ অর্থ: আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, রাজত্ব একমাত্র তারই, সমস্ত প্রশংসাও একমাত্র তারই জন্য, আর তিনি সকল বিষয়ের ওপর ক্ষমতাবান।’ doa at arafat, makka, hajj

রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘আরাফাতের দিনের দোয়াই শ্রেষ্ঠ দোয়া। দোয়া-জিকির হিসেবে সর্বোত্তম হলো ওই দোয়া, যা আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ করেছেন। তা হলো—‘লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শায়ইন ক্বাদির।’ (জামে তিরমিজি: ৩৫৮৫; শুআবুল ঈমান, বায়হাকি: ৩৭৭৮)


বিজ্ঞাপন


আরও পড়ুন
আরাফার রোজা কয়টি?
দেশে আরাফার দিনের রোজা কত তারিখ?
হাদিসের আলোকে আরাফাতের ময়দানের বিশেষত্ব 

উপরোক্ত হাদিসের ব্যাখ্যায় ইবনে আব্দুল বার (রহ) বলেন, এ হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় যে, আরাফার দিনের দোয়া নিশ্চিতভাবে কবুল হবে। আর সর্বোত্তম জিকির হলো ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ (ইবনে আব্দুল বার, আত-তামহিদ)। ইমাম খাত্তাবি (রহ) বলেন, এ হাদিস থেকে প্রতীয়মান হয় যে, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার প্রশংসা ও তাঁর মহত্বের ঘোষণা করা উচিত। (ইমাম খাত্তাবি, শান আদ-দোয়া: পৃ-২০৬) লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শায়ইন ক্বাদির, আরাফার দিনে দোয়া কবুল

উপরের আলোচনা থেকে বোঝা গেল, ইয়াওমে আরাফা খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। তাকবিরে তাশরিক এবং হজের তালবিয়া ছাড়াও উল্লেখিত দোয়াটি বেশি বেশি পড়ার চেষ্টা করতে হবে। এছাড়া কোরআন হাদিসে বর্ণিত অন্যান্য সকল দোয়া পড়া যাবে। তওবা, ইস্তেগফারের যাবতীয় দোয়া-আমলগুলোও জারি রাখা উচিত হবে, যেহেতু এই দিনটিতে রয়েছে গুনাহমুক্তির মোক্ষম সুযোগ। 

জিলহজ মাসের ৯ তারিখ পবিত্র আরাফাতের দিন তথা পবিত্র হজের দিন। আজ সেই দিন। আরাফাতের মাঠে অবস্থান করাই হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। নবীজি (স.) বলেছেন, ‘আরাফাতে অবস্থান করাই হলো হজ’ (সুনানে নাসায়ি: ৩০৪৪ )। এ মাঠে নির্দিষ্ট কোনো ইবাদত নেই, তবুও আরাফাতে অবস্থানকেই হজের শ্রেষ্ঠ রুকন করা হয়েছে। আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া, হজের দিন দোয়া


বিজ্ঞাপন


এদিন অসংখ্য বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। উম্মুল মুমিনিন হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুল (স.) বলেন, ‘আরাফার দিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। আল্লাহ তাআলা দুনিয়ার নিকটবর্তী হন এবং বান্দাদের নিয়ে ফেরেশতাদের নিকট গর্ব করেন। আল্লাহ বলেন, কী চায় তারা? (সহিহ মুসলিম: ১৩৪৮) আরাফার দিনের বিশেষ দোয়া

জাবের (রা.) থেকে বর্ণিত আরেক বর্ণনায় রয়েছে, ‘আল্লাহ তাআলা নিকটতম আসমানে আসেন এবং পৃথিবীবাসীকে নিয়ে আসামানের অধিবাসী অর্থাৎ ফিরিশতাদের সঙ্গে গর্ব করেন। বলেন, দেখো- আমার বান্দারা উস্কোখুস্কো চুলে, ধুলোমলিন বদনে, রোদে পুড়ে দূর-দূরান্ত থেকে এখানে সমবেত হয়েছে। তারা আমার রহমতের প্রত্যাশী। অথচ তারা আমার আজাব দেখেনি। ফলে আরাফার দিনের মতো আর কোনোদিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না।’ (সহিহ ইবনে হিব্বান: ৩৮৫৩) আরাফার দিনের আমল, আরাফার ময়দানের ইতিহাস, আরাফার দিনের রোজার ফজিলত, আরাফার দিন কবে ২০২৩

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ইয়াওমে আরাফার গুরুত্ব উপলব্ধি করার তাওফিক দান করুন। উপরোক্ত দোয়াটি বেশি বিশ পাঠ করার পাশাপাশি তওবা ইস্তেগফার করার তাওফিক দান করুন এবং সবাইকে মাবরুর হজ নসিব করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর