মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কেন ‘ছেঁড়া জুতা’ পরে বোলিং করলেন তাসকিন?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৩, ১২:৫১ পিএম

শেয়ার করুন:

Taskin Ahmed

বাংলাদেশ পেসারদের অন্যতম এক ভরসার নাম তাসকিন আহমেদ। ২০১৫ বিশ্বকাপের পর আবারো টাইগারদের জার্সিতে ওয়ানডে বিশ্বকাপ মাতাতে আজ ধর্মশালায় মাঠে নেমেছেন এই স্পিড স্টার। ২০১৯ সালে বিশ্বকাপ দলে চোটের জন্য বাদ পড়ার পর তাসকিনের কান্নার সেই দৃশ্য আজও টাইগার ভক্তরা ভুলেনি। সময়ের পরিক্রমায় নিজেকে টাইগার স্কোয়াডের অটো চয়েজ ক্রিকেটার হিসেবে পরিণত করেছেন তিনি। দীর্ঘ ৮ বছর পর বাংলাদেশের হয়ে ওয়ানডে বিশ্বকাপ খেলতে নেমে প্রথম ম্যাচেই এসেছেন আলোচনায়।  

বল হাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাসকিন কোন উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিং করে গিয়েছেন। সেই সঙ্গে এই স্পিড স্টার ভিন্ন কারণে নজর কেড়েছেন ভক্তদের। ধর্মশালায় তাসকিন বল করেছেন ছেঁড়া জুতা পরে। আধুনিক ক্রিকেটে পেস বোলারদের এমন কাণ্ড প্রথম নয়। 


বিজ্ঞাপন


 

মূলত পেসারদের ক্ষেত্রে বড় একটি বিষয় তাদের জুতা। যা সঠিক মাপের না হলেই সমস্যা হতে বাধ্য। বোলিং করার সময় যখন বোলাররা ল্যান্ডিং করেন তখন পা স্লাইড করে। এতে ডানহাতি পেসারদের ক্ষেত্রে বাঁ-পায়ের বুড়ো আঙুলে চোট লাগার প্রবল সম্ভাবনা থাকে। অনেক সময় নখও ভেঙ্গে যায়। কিছু ক্ষেত্রে দেখা যায়, পেসাররা তাদের বুড়ো আঙুলে টেপ বেঁধে জুতা পরেন। 

taskin4


বিজ্ঞাপন


আজ আফগানিস্তানের বিপক্ষে তাসকিনকে তার বাম পায়ের ছেঁড়া জুতা নিয়ে বল করতে দেখা যায়। মূলত বল করার সময় ল্যান্ডিংয়ে যেন পায়ে কোনো প্রকার চাপ অনুভত না হয় সে কারণে তাসকিন জুতার কিছু অংশ ছেঁড়া রেখেছেন। 

বিশ্ব ক্রিকেটে এই ঘটনা এর আগে আরো অনেক দেখা গিয়েছে। অতীতে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরাম থেকে ধরে বর্তমানে ভারতের মোহাম্মদ শামি, পাকিস্তানের হারিস রউফদের এমন ছেড়া জুতা পড়ে খেলতে দেখা যায়। 

এমএএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর