আর ৩০ দিন পর মাঠে গড়াতে যাচ্ছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। ইতিমধ্যে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের সূচি প্রকাশ হয়েছে। আগামী ৫ অক্টোবর গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে ক্রিকেটের এই মেগা আসরের। ইতিমধ্যে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দলগুলো তাদের প্রাথমিক স্কোয়াড জানিয়ে দিয়েছে। আইসিসি ঘোষিত গাইডলাইন অনুযায়ী আজ ৫ সেপ্টেম্বর বিশ্বকাপের দল ঘোষণার শেষ সময়। তাই বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে ভারত।
এশিয়া কাপে ১৮ জনের দল পাঠানো হয়েছিল ভারতের। কিন্তু বিশ্বকাপে কোন ১৫জন খেলবেন, তা নিয়েই ছিল অনেক ধোয়াশা। অবশেষ সেরা ১৫জন বেছে নেওয়া হল । চোটের কারণে গ্রুপ লিগের প্রথম দুইটি ম্যাচে পাওয়া যায়নি লোকেশ রাহুলকে। বিশ্বকাপের দলে থাকবেন কিনা, তা নিয়ে ছিলো শল্কা। তবে শেষ পর্যন্ত তাকে নিয়ে দল ঘোষনা করে টিম ইন্ডিয়া। কিন্তু বিশ্বকাপ দলে জায়গা হয়নি দুই তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহালের।
বিজ্ঞাপন
ভারতের বিশ্বকাপ দলে রাহুলের অন্তর্ভুক্তি নিয়ে জাতীয় নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকারের যুক্তি, ওয়ানডে ক্রিকেটে রাহুলের রেকর্ড ভালো। ও ফিটও হয়েছে। তাই রাহুলেই আস্থা রাখা হল। এছাড়া বিশ্বকাপের টিমে থাকলেন শ্রেয়াস আইয়ারও। মিডল অর্ডারে এই দুজনই টানবেন দলকে। প্রয়োজনে পাওয়া যাবে ফর্মে থাকা ঈশান কিশানকেও।
ক্যান্ডির একটি হোটেলে সাংবাদিক সম্মেলনে স্কোয়াড ঘোষণা করেছেন অজিত আগারকার, রোহিত শর্মারা। এদিকে বিশ্বকাপের দল ঘোষণার আগে আরও দুটো বিষয় নিয়ে কথা চলছিল। এক, যুজবেন্দ্র চাহালকে কি টিমে ফেরানো হবে? তা হল না। রিস্ট স্পিনার হিসেবে কুলদীপ যাদবেই আস্থা রাখল টিম ম্যানেজমেন্ট। দুই, এশিয়া কাপে রিজার্ভ উইকেটকিপার হিসেবে টিমে থাকা সঞ্জু স্যামসন কি বিশ্বকাপে সুযোগ পাবেন? রাহুল ফিট হয়ে ওঠায় সঞ্জুকে আর নেওয়া হল না।
বিশ্বকাপের দলে ব্যালান্সের উপর জোর দেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছে ভারতের টিম ম্যানেজমেন্ট। সবশেষ ২০১১ সালে একদিনের ক্রিকেটে বিশ্বকাপ জিতেছিল ভারত। এবার ১২ বছর পর ঘরের মাঠে বিশ্বকাপ ট্রফি ফেরানোর দায়িত্বে নির্বাচকদের ভরসা এই ১৫ জনে।
ভারতের বিশ্বকাপ দল
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, কেএল রাহুল, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি।





































































































































































