মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৩, ০২:০৬ পিএম

শেয়ার করুন:

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে আফগানিস্তান

চলমান বিশ্বকাপে শেষ দিকের লড়াই চলছে। আজ মুম্বাইয়ের ওয়াংখেড়েতে নিজেদের অষ্টম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। দুই দলের সামনেই রয়েছে বিশ্বকাপের সেমিফাইনালে উঠার হাতছানি। ইতিমধ্যে ভারত ও দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের শেষ চার নিশ্চিত করেছে। আজ আফগানিস্তানের বিপক্ষে জয় পেলে তৃতীয় দল হিসেবে সেমির টিকিট নিশ্চিত হবে অজিদের। এমন সমীকরণের দিনে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি।

৭ ম্যাচ থেকে ৮ পয়েন্ট তুলে আফগানিস্তানের অবস্থান এখন ছয় নম্বরে। শেষ দুটি ম্যাচ জিতলে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে আফগানদের। তাই আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের। এবারের বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে অঘটনের সূচনা করে রশিদ খানরা। এরপর পাকিস্তানকেও স্তব্ধ করে জয় তুলে নেয় তারা। জয়ের ধারাবাহিকতায় ৯৬ বিশ্ব চ্যাম্পিয়ন লঙ্কানদেরও উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। 


বিজ্ঞাপন


আজ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের চমকে দিয়ে ইতিহাস রচনা করতে মরিয়া আফগানরা। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে পরিবর্তন এনেছে দুই দলই। অজিরা তাদের একাদশে দুইটি পরিবর্তন এনেছে, অপরদিকে আফগানিস্তান মাঠে নামছে এক পরিবর্তন নিয়ে। 

অস্ট্রেলিয়া একাদশে জায়গা হারিয়েছেন অভিজ্ঞ স্টিভেন স্মিথ ও অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। আফগানিস্তান একাদশে ফজল হক ফারুকির জায়গায় ফিরেছেন নাভিন উল হক। 

অস্ট্রেলিয়া একাদশ:  ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মারনাস লাবুসেন, জোশ ইঙ্গলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড। 

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, ইকরাম আলীখিল, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমেদ, নবীন-উল হক। 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর