বিশ্বকাপ ক্রিকেটে সেমিফাইনালের দৌড়ে অন্যতম ফেভারিট হিসেবেই এসেছিল পাকিস্তান। প্রথম দুই ম্যাচ জেতায় সূচনাটাও হয়েছিল দুর্দান্ত। কিন্তু তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে হারের পরই ছন্দপতন হয় ম্যান ইন গ্রিনদের। এরপর একে একে হেরেছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার কাছে। ফলে সেমির স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে এসেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে এসব কিছুকে ছাপিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে পাকিস্তান অধিনায়কের বাবর আজমের ফাঁসকৃত এক চ্যাট। যা টিভি অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার করা হয়েছে।
বিশ্বকাপে বাবরদের টানা হারের কারণে আলোচনা-সমালোচনাও হচ্ছে অনেক। দেশটির সাবেক ক্রিকেটাররা অভিযোগ তুলেছেন পাকিস্তান ক্রিকেটারদের ফিটনেস ইস্যু নিয়ে। এসবের মাঝে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন রাশিদ লতিফ। দেশটির সাবেক এই ক্রিকেটার জানিয়েছেন বাবরদের এমন ব্যর্থতার মূল কারণ ৫ মাস ধরে তাদের বেতন না পাওয়া। পাকিস্তানি টিভি চ্যানেল পিটিভি স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
এমন বিস্ফোরক মন্তব্যের পর এবার ফাঁস হয়েছে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের এক গোপন চ্যাট। যা সরাসরি টিভি অনুষ্ঠানে প্রচারিত হয়েছে। এমন কাণ্ডে রীতিমত সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
সম্প্রতি পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার রাশিদ লতিফের করা মন্তব্যের পর পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ একটি স্থানীয় নিউজ চ্যানেলে একটি সাক্ষাত্কার দেন। সেখানে তিনি বলেন, পাকিস্তান অধিনায়ক কখনও সরাসরি তাঁর সাথে যোগাযোগ করেনি। আশরাফ আরো স্পষ্ট করে বলেন, "তিনি (লতিফ) বলেছেন যে আমি তার (বাবরের) কল ধরি না। তিনি আমাকে কখনো ফোন করেননি। দলের অধিনায়কের পরিচালক বা প্রধান নির্বাহীর সঙ্গে কথা বলার কথা রয়েছে।"
পিসিবি চেয়ারম্যান সাক্ষাতকারীর সাথে বাবর আজমের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ বার্তা শেয়ার করে তার দাবিকে প্রমাণ করার চেষ্টা করেছেন। একটি লাইভ টিভি অনুষ্ঠানে বাবর আজমের হোয়াটসঅ্যাপ চ্যাটের একটি স্কিনশট সম্প্রচার করা হয়। যেখানে কথোপকথনটি ছিল বাবর এবং পিসিবির চিফ অপারেটিং অফিসার সালমান নাসিরের মধ্যে। এই স্কিনশটটি পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ নিজেই চ্যানেলের সাংবাদিককে পাঠিয়েছেন এবং তা সম্প্রচারের জন্য বলেন।
যেখানে নাসিরের বার্তায় বলা হয়েছে, "বাবর, টিভি এবং সোশ্যাল মিডিয়াতে এমন খবরও প্রচারিত হয়েছে যে আপনি চেয়ারম্যানকে ফোন করছেন এবং তিনি উত্তর দিচ্ছেন না। আপনি কি তাকে সম্প্রতি ফোন করেছেন?" বাবর জবাব দেন, "সালাম সালমান ভাই, আমি স্যারকে কোনো ফোন করিনি।"
বাবর আজমের সঙ্গে করা এমন হোয়াটসআপ চ্যাট কীভাবে লাইভ টিভিতে প্রচার করা হয় তা নিয়ে রীতিমত তোলপাড় সৃষ্টি হয়েছে। সামাজিক যোগযাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় চলছে সেই টিভি ও উপস্থাপককে নিয়ে। পাকিস্তানের ক্রিকেটার আজহার আলি সেই অনুষ্ঠানে বাবরের বার্তার স্কিনশট দেখানো সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করেছিলেন ব্যক্তিগত বার্তা সরাসরি সম্প্রচার করার আগে বাবরের সম্মতি নেওয়া হয়েছে কিনা।
তবে ব্যাপক সমালোচনা হওয়ার পর অনুষ্ঠানের উপস্থাপক ওয়াসিম বাদামি একটি ভিডিও শেয়ার করতে তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তার ভুল স্বীকার করেছেন।
এমএএম





































































































































































