মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নিউজিল্যান্ডের বিপক্ষে বোলিংয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৩, ১০:৪২ এএম

শেয়ার করুন:

নিউজিল্যান্ডের বিপক্ষে বোলিংয়ে পাকিস্তান

বিশ্বকাপের সেমিফাইনালে টিকে থাকার লড়াইয়ে আজ মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি  হচ্ছে পাকিস্তান। আজকের ম্যাচ জিতলেই বাবর আজমদের শেষ চারে যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে। অপরদিকে আজ হারলেই বিশ্বকাপের সেমির স্বপ্ন ভুলে যেতে হবে ম্যান ইন গ্রিনদের। অপরদিকে টানা চার ম্যাচ জয়ের পর হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে ব্ল্যাকক্যাপসরা। এমন সমীকরণের দিনে ব্যাঙ্গালুরুতে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। 

মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আজ একাদশে ফিরেছেন নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। অপরদিকে পাকিস্তান দলে জায়গা হারিয়েছেন স্পিনার উসামা মীর। দুই দলই তাদের একাদশে পরিবর্তন এনেছে। 


বিজ্ঞাপন


ইনজুরি আক্রান্ত কিউই শিবিরে এসেছে একাধিক পরিবর্তন। ওপেনার উইল ইয়াং জায়গা হারিয়েছেন। তার সঙ্গে চোটের কারণে একাদশে নেই জিমি নিশাম ও ম্যাট হেনরি। একাদশে ফিরেছেন উইলিয়ামসন, ইশ সোধি ও মার্ক চ্যাপম্যান। পাকিস্তানের একাদশে ফিরেছেন পেসার হাসান আলী।  

 

পাকিস্তান একাদশ:

আবদুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, সালমান আগা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ। 

 

নিউজিল্যান্ড একাদশ: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস,মার্ক চ্যাপম্যান, ইশ সোধি, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর