চলমান ওয়ানডে বিশ্বকাপ ভালো যাচ্ছে না শ্রীলঙ্কার। সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা পরাজয় বরণ করে প্রথম তিন ম্যাচেই। হ্যাটট্রিক হারের পর লঙ্কানরা আজ মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডসের। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অঘটনের জন্ম দেয়া ডাচরা আজ লক্ষ্ণৌয়ের একানা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়ার পর বল হাতে দুর্দান্ত শুরু করে শ্রীলঙ্কা। সাত রানে এক ওপেনারকে ফেরানোর পর উইকেট তুলে নিয়েছে নিয়মিত বিরতিতে। তবে সপ্তম উইকেট জুটিতে সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট এবং লোগান ভ্যান বিকের ১৩০ রানের জুটিতে ম্যাচে ফিরেছে ডাচরা। শেষ পর্যন্ত ৪৯.৪ ওভারে অলআউট হলেও স্কট এডওয়ার্ডসের দল পেয়েছে ২৬২ রানের সংগ্রহ।
টসে জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার বিপক্ষে শুরুটা ভালো করতে পারেননি দুই ডাচ ওপেনার। ইনিংসের চতুর্থ ওভারেই কাসুন রাজিথার বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে সাজঘরে ফিরেন বিক্রমজিত সিং। এরপর পাওয়ার প্লে শেষ ওভারে আরেক ওপেনার ম্যাক্স ওদাউদকেও ফেরান রাজিথা। ৪৮ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে নেদারল্যান্ডস।
বিজ্ঞাপন
এদিকে ৪৮ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া নেদারল্যান্ডস দলীয় রান ৯১ হতেই আজ হারায় আরও চার উইকেট। রাজিথা-দিলশান মাদুশাঙ্কার বোলিং তোপে একে একে সাজঘরে ফিরেন কলিন একারমম্যান-বাস ডি লিডিরা।

তবে ৯১ রানে ৬ উইকেট হারানোর পরও আজ ডাচরা ম্যাচে ফিরেছে এঙ্গেলব্রেখট-ভ্যান বিক জুটির কারণে। সপ্তম উইকেটে এ দুজন মিলে দলীয় সংগ্রহে যোগ করেছেন ১৩০ রান। লঙ্কান বোলারদের দেখেশুনে খেলে দুজনেই তুলে নিয়েছেন ফিফটি। ৪৬ ওভারে এঙ্গেলব্রেখট আউট হলেও ততক্ষণে ২২১ রানের পুঁজি পায় নেদারল্যান্ডস। সাজঘরে ফেরার আগে ডাচ এই ব্যাটার করেছেন ৭০ রান।
এদিকে এঙ্গেলব্রেখট ফেরার পর ৫৯ রান করে সাজঘরে ফিরেন ব্যক্তিগত ৫৯ রানে। এরপর ইনিংসের দুই বল বাকি থাকতেই ডাচরা অল আউট হলেও পায় ২৬২ রানের এক লড়াকু পুঁজি। লঙ্কানদের হয়ে আজ সর্বোচ্চ ৪টি করে উইকেট পেয়েছেন রাজিথা এবং মাদুশাঙ্কা।





































































































































































