ওয়ানডে বিশ্বকাপ শুরুর তৃতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের দাপুটে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করে টাইগাররা। এমন বড় জয়ের পর আগামীকাল বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসানদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে একাদশে পরিবর্তন আনতে যাচ্ছে টিম ম্যানেজম্যান্ট।
আফগানিস্তানের বিপক্ষে বড় জয় পেলেও বাংলাদেশের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে ওপেনিং জুটি। দেশসেরা ওপেনার তামিম ইকবাল বিশ্বকাপ দলে না থাকায় বাড়তি দায়িত্ব তরুণ তানজিদ তামিম ও লিটন দাসের কাঁধে। তবে আফগান ম্যাচে দুই ওপেনারই হতাশ করেছেন।
বিজ্ঞাপন
আফগানদের বিপক্ষে ১৮ বলে মাত্র ১৩ রান করেছেন লিটন। সবশেষ কয়েক ইনিংস ধরেই অফ ফর্মে রয়েছেন এই ওপেনার। এশিয়া কাপ থেকে ধরে নিউজিল্যান্ড সিরিজ এবং বিশ্বকাপে আফগানিস্তান ম্যাচ সব জায়গাতেই রঙহীন ছিলেন এই ডানহাতি ব্যাটার। এমন রান খরায় থাকা ব্যাটারকে ইংলিশদের বিপক্ষে খেলানো হবে কিনা তা নিয়ে টিম ম্যানেজম্যান্টে হচ্ছে ব্যাপক আলোচনা।
জানা গেছে, শেষ একটি সুযোগ পেতে পারেন লিটন। তবে ওপেনিংয়ে যেহেতু এই ডানহাতি ব্যাটার রান পাচ্ছেন না। তাকে মিডেল অর্ডারে খেলানো হবে। ফলে মেহেদী হাসান মিরাজকে ওপেনার হিসেবে দেখা যেতে পারে। এদিকে আরেকটি ভাবনায় রয়েছে টিম ম্যানেজম্যান্টের। একজন ব্যাটারকে বসিয়ে ষষ্ঠ বোলার খেলানোর চিন্তাও করছে টাইগাররা।
যদি এমনটি হয় তাহলে লিটন কুমার দাস অথবা তরুণ তানজিদ তামিম একাদশ থেকে ছিটকে যেতে পারেন। একাদশে সুযোগ পেতে পারেন শেখ মাহেদি অথবা নাসুম আহমেদ।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপের সবশেষ তিন দেখায় দুইটিতে জয় পেয়েছে বাংলাদেশ। যা টাইগারদের বড় অনুপ্রেরণা হতে পারে। ২০১১ বিশ্বকাপের শফিউল ইসলাম ও ২০১৫ সালের রুবেল হোসেনের ভূমিকায় ধর্মশালায় কে অবতীর্ণ হতে পারেন তা যেন কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে?
বিজ্ঞাপন
আগামীকাল বাংলাদেশ সময় দুপুর ১১টায় ধর্মশালার হিমাচল অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।





































































































































































