মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাংলাদেশের বিপক্ষে রানবন্যার ম্যাচে দক্ষিণ আফ্রিকার যত রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৩, ০৭:১০ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশের বিপক্ষে রানবন্যার দিনে দক্ষিণ আফ্রিকার যত রেকর্ড

ওয়ানডে বিশ্বকাপের চলমান আসরে দক্ষিণ আফ্রিকা মানেই যেন একের পর এক রেকর্ড। সেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে প্রোটিয়াদের রেকর্ড গড়ার মিশন শুরু হয়েছে। আজ নিজেদের পঞ্চম ম্যাচেও তা চলমান। বাংলাদেশের বিপক্ষে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে কুইন্টন ডি ককের রেকর্ড ১৭৪ রানের শতকে ও হেনরিখ ক্লাসেনের বিধ্বংসী ৯০ রানের ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮২ রানের বড় পুঁজি পেয়েছে দক্ষিণ আফ্রিকা। 

বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচে অজস্র রেকর্ড গড়েছে প্রোটিয়ারা। এক নজরে যত রেকর্ড: 


বিজ্ঞাপন


 

বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ দলীয় ছয়ের রেকর্ড: 

সর্বোচ্চ ২৫টি ছয় হাঁকিয়ে এই রেকর্ডের মালিক ইংল্যান্ড। ২০১৯ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে এই রেকর্ড গড়ে ইয়ং মরগ্যানের দল। আজ ১৯টি ছয় হাঁকিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ছয়ের রেকর্ডে যৌথভাবে নাম লিখিয়েছে দক্ষিণ আফ্রিকা। 

 

বিশ্বকাপে এক ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বাধিক ছয়ের রেকর্ড: 

২০১৫ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ৯টি ছয় হাঁকিয়ে দক্ষিণ আফ্রিকান ব্যাটার হিসেবে এক ইনিংসে সর্বোচ্চ ছয়ের রেকর্ড ছিল ডেভিড মিলারের। আজ বাংলাদেশের বিপক্ষে হেনরিখ ক্লাসেন ৮টি ছয় হাঁকিয়ে এই রেকর্ডে দ্বিতীয় স্থানে নিজের নাম লিখিয়েছেন।

 

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে উইকেটরক্ষক হিসেবে ১৫০+ রানের রেকর্ড: 

কুইন্টন ডি কক- ৩টি
অ্যাডাম গিলক্রিস্ট-২টি
জস বাটলার-২টি

 

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকান ব্যাটার হিসেবে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: 

গ্যারি কারস্টেন- ১৮৮*, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৯৯৭ বিশ্বকাপ 
ডি কক- ১৭৪, বাংলাদেশের বিপক্ষে ২০২৩

 

বিশ্বকাপে ৩৫০+ রান করা দল : 

দক্ষিণ আফ্রিকা- ৮ বার 
অস্ট্রেলিয়া-৭ বার
ভারত- ৪ বার 

 

 


বিজ্ঞাপন


এছাড়াও বিশ্বকাপের এক আসরে ৩৫০+ রান করা এক মাত্র দেশ দক্ষিণ আফ্রিকা।  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর