মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিশ্বকাপ ফাইনালের মাঠে ঢুকে পড়লেন সমর্থক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩, ০৩:৫৭ পিএম

শেয়ার করুন:

ফিলিস্তিনের সমর্থনে বিশ্বকাপ ফাইনালের মাঠে ঢুকে পড়লেন সমর্থক

দীর্ঘ দেড় মাস ধরে চলা ক্রিকেট বিশ্বকাপের পর্দা নামছে আজ। একদিনের ক্রিকেটে শ্রেষ্ঠত্বের শিরোপা ঘরে তোলার লড়াইয়ে মাঠে নেমেছে আসরের সেরা দুই দল। বিশ্বমঞ্চে এই মহারণে টানা দশ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে উড়তে থাকা ভারতের প্রতিপক্ষ পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। হাইভোল্টেজ এই ম্যাচে আজ ভারতের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তবে ম্যাচের প্রথম ইনিংসের শুরুর দিকে মাঠে প্রবেশ করে আলোচনার জন্ম দিয়েছেন এক যুবক। 

টসে হেরে আগে ব্যাট করছে ভারত। ইনিংসের ১৪তম ওভারে সময় হঠাৎ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পিচের মধ্যে চলে আসেন এক সমর্থক। মূলত বিরাট কোহলিকে ছুঁয়ে দেখার জন্যই যুবকের এক দুঃসাহস। ১ লক্ষ ৩২ হাজার ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে কড়া নিরাপত্তার পরও মাঠের ভেতর এই যুবকের ঢুকে পড়ায় অনেক আলোচনার তৈরি হয়েছে।


বিজ্ঞাপন


তবে সেই আলোচনায় আরো একটি বিষয় উঠে এসেছে তা হলো সেই সমর্থকের পরিহিত টি-শার্ট ও মাস্ক। কোহলিকে জড়িয়ে ধরতে চাওয়া সেই যুবকের মুখে পরিহিত মাস্কটি ছিল ফিলিস্তিনের পতাকা সম্বলিত। অপরদিকে তার গায়ে জড়ানো টি-শার্টটিতে লেখা ছিল "ফিলিস্তিনে বোমা হামলা বন্ধ করো।"

এদিকে ম্যাচে ভারত শুরুতে তিন উইকেট হারিয়ে চাপে পড়লেও চতুর্থ উইকেট জুটিতে লড়ছেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল।  এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১১৩ রান। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর