বিশ্বকাপে গতকাল পাকিস্তান নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৮১ রানে হারানোর আত্মবিশ্বাস নিয়েই কাল মাঠে নেমেছিল ম্যান ইন গ্রিনরা। তবে বল হাতে কাল নিজেদের সেরা দিনটা কাটাতে পারেননি শাহিন আফ্রিদি, হারিস রউফরা। তাই তো লঙ্কান ব্যাটাররা আগে ব্যাট করে গড়ে বিশাল এক সংগ্রহ। তবু বাবর আজমের দল লক্ষ্য তাড়া করতে নেমে জিতে নিয়েছে ম্যাচটি। এমনকি করেছে বিশ্ব রেকর্ডও।
বিশ্বকাপের মঞ্চে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। হায়দরাবাদে বিশ্বকাপের অষ্টম ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে কুশাল মেন্ডি-সাদিরা সামারাবিক্রমার জোড়া শতকে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৪৪ রানের সংগ্রহ পায় লঙ্কানরা। বিশ্বকাপের ইতিহাসে এমন বড় লক্ষ্যের জয় নেই। তাই ম্যান ইন গ্রিনদের সামনে থাকে ইতিহাস গড়ে জয় তোলার। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে আবদুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ানের শতকে বিশ্বরেকর্ড গড়ে ৬ উইকেটের জয় পায় বাবর আজমের দল।
বিজ্ঞাপন
বিশ্বকাপের ইতিহাসে এত বেশি রান তাড়া করতে নেমে জয়ের ইতিহাস নেই আর কোনো দলেরই। লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে সফল হওয়ার আগের রেকর্ডটি ছিল আয়ারল্যান্ডের। ২০১১ বিশ্বকাপে সেবার ইংল্যান্ডের বিপক্ষে এমন রেকর্ড গড়েছিল আইরিশরা।
২০১১ বিশ্বকাপে আরারল্যান্ডের বিপক্ষে ম্যাচে আগে ব্যাট করে ইংলিশরা পায় ৩২৭ রানের এক সংগ্রহ। পরে ৩২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সফল হয় আইরিশরা। একদিনের ক্রিকেটের বিশ্বকাপে এতদিন এটিই ছিল রান তাড়া করে জয়ের রেকর্ড।
তবে আয়ারল্যান্ডের এই রেকর্ডটি কাল ভেঙে দিয়েছেন আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ানরা। শ্রীলঙ্কার দেয়া লক্ষ্য তাড়া করতে নেমে এ দুজনই কাল পেয়েছেন শতকের দেখা। ব্যাটিংয়ে এই দুইজনের ব্যক্তিগত পারফর্ম্যান্সের কল্যাণেই কাল ৩৪৫ রান তাড়া করে জয় পেয়েছে পাকিস্তান। সেই সঙ্গে রেকর্ডটিও নিজেদের করে নিয়েছে ম্যান ইন গ্রিনরা।





































































































































































