মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডাচদের বিপক্ষে ব্যাটিংয়ে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৩, ০২:০৫ পিএম

শেয়ার করুন:

ডাচদের বিপক্ষে ব্যাটিংয়ে ইংল্যান্ড

ভুলে যাবার মতই একটি বিশ্বকাপ পার করছে ইংল্যান্ড। ফেভারিটের তকমা নিয়ে আসর শুরু করে বর্তমান চ্যাম্পিয়নরা হেরেছে সাত ম্যাচের ছয়টিতেই। সেমিফাইনালের দৌড় থেকে তাই ছিটকে তো গেছেই, আশঙ্কা আছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাওয়া নিয়েও। আসন্ন এ টুর্নামেন্টে খেলার টিকিট নিশ্চিত করতেই আজ মাঠে নামবে ইংলিশরা যেখানে তাদের প্রতিপক্ষ এক যুগ পর বিশ্বমঞ্চে খেলতে আসা নেদারল্যান্ডস। আসন্ন টুর্নামেন্টে জায়গা নিশ্চিতে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলে বেন স্টোকসদের এক ধাপ উপড়ে নয় নম্বরে থাকা ডাচদের জন্যও আজকের ম্যাচে জয় অপরিহার্য। গুরুত্বপূর্ন এ ম্যাচে খেলতে নেমে পুনেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। 

এবারের আসরে সাত ম্যাচ খেলে ইংলিশরা জয় পেয়েছে মাত্র এক ম্যাচে, সেটিও বাংলাদেশের বিপক্ষে। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয়ের খোঁজে আজ মাঠে নেমেছে একাদশে দুই পরিবর্তন নিয়ে। লিয়াম লিভিংস্টোন এবং মার্ক উডের পরিবর্তে দলে আছেন হ্যারি ব্রুক এবং গাস অ্যাটকিনসন। 


বিজ্ঞাপন


এদিকে আজ ইংল্যান্ডকে হারাতে পারলে ডাচদের সামনেও সুযোগ থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট কাটার। সে লক্ষ্যে আজ নেদারল্যান্ডস খেলতে নেমেছে একাদশে এক পরিবর্তন নিয়ে। সাকিব জুলফিকারের বদলে আজ খেলবেন তেজা নিদামানুরু। 

 

ইংল্যান্ড একাদশ:

জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, হ্যারি ব্রুক , ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ, গাস অ্যাটকিনসন ।

 

 

 

নেদারল্যান্ডস একাদশ: 

ম্যাক্স ও'দাউদ, ওয়েসলি বেরেসি, কলিন অ্যাকারম্যান, তেজা নিদামানুরু, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), বাস ডি লিড, লোগান ভ্যান বেক, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন। 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর