বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে আগের ম্যাচে রেকর্ড ব্যবধানে হারিয়ে ফুরফুরে মেজাজে দক্ষিণ আফ্রিকা দল। নিজেদের পঞ্চম ম্যাচে আগামীকাল বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে প্রোটিয়ারা। ২২৯ রানের বিশাল ব্যবধানের জয়ের পর আগামীকাল দুপুর আড়াইটায় মুম্বাইয়ের ওয়াংখেড়েতে সাকিব আল হাসানদের মুখোমুখি হবে কুইন্টন ডি ককরা।
টানা তিন ম্যাচ হেরে অস্বস্তিতে বাংলাদেশ। এসবের মাঝে চোট পাওয়ায় অনিশ্চিত পেসার তাসকিন আহমেদ। জয়ের ধারায় ফিরতে গুরুতপূর্ণ এই ম্যাচে পূর্ণশক্তির দল পাবে কিনা টাইগাররা তা নিয়েও রয়েছে শঙ্কা।
বিজ্ঞাপন
আজ ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আসেন প্রোটিয়া সহ-অধিনায়ক এইডেন মার্করাম। তিনি বলেছেন, ‘যখনই বাংলাদেশের বিপক্ষে খেলা হয়, এটা অবশ্যই আমাদের জন্য বড় ম্যাচ। অতীতে আমরা তাদের বিপক্ষে ভালো খেলিনি। এটা আমাদের বাড়তি অনুপ্রেরণা জোগাবে ইংল্যান্ডের বিপক্ষে যা করেছি তেমন কিছু করতে। ইন্টেনসিটি ও স্ট্যান্ডার্ডের দিকটাতেই আমাদের নজর থাকবে। আশা করি সেটাই জন্য যথেষ্ট হবে। ’
এবারের বিশ্বকাপে এখনও অবধি একবারও তিনশ ছুঁতে পারেনি বাংলাদেশ। অন্যদিকে ডাচদের বিপক্ষে হার বাদ দিলে সব ম্যাচেই তিনশ ছাড়ানো সংগ্রহ আছে দক্ষিণ আফ্রিকার। শ্রীলঙ্কার বিপক্ষে তারা করেছিল রেকর্ড ৪২৮ রান। এখনই কি বাংলাদেশের মুখোমুখি হওয়ার ‘পারফেক্ট’ সময়?
উত্তরে মারক্রাম বলেন, ‘আমার মনে হয় না আপনি কখনো এটা বলতে পারবেন যে এখন পারফেক্ট সময় কারো মুখোমুখি হওয়ার। এই বিশ্বকাপেও আমরা দেখেছি যেকোনো দল যে কাউকে হারাতে পারে। আপনি যদি এই বিষয়টাকে সম্মান না করেন তাহলে ক্রিকেট আপনাকে আঘাত করবে। ’
‘কাল আমাদের জন্য সুযোগ ইংল্যান্ডের বিপক্ষে পাওয়া আত্মবিশ্বাস আরেকটু বাড়িয়ে নেওয়া। আর দিনশেষে আগের জিনিসটার পুনরাবৃত্তি করতে পারা। এটাই হচ্ছে চ্যালেঞ্জ, আমরা এটার দিকে তাকিয়ে আছি। ’
বিজ্ঞাপন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের ঘরের মাটিতে সবশেষ ওয়ানডে সিরিজে টাইগাররা প্রথমবারের মতো জিতে ইতিহাস রচনা করেছিল। সেই সিরিজ জয় বাংলাদেশকে অনুপ্রেরণা দিবে বলে বিশ্বাস ক্রিকেট বিশ্লেষকদের, তবে টাইগারদের বর্তমান ফর্ম শঙ্কার হলেও আত্মবিশ্বাসী সাকিব বাহিনী।





































































































































































