মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আফগান শিবিরে সাকিবের দ্বিতীয় আঘাত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৩, ১২:২১ পিএম

শেয়ার করুন:

আফগান শিবিরে সাকিবের দ্বিতীয় আঘাত

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। ধর্মশালায় টুর্নামেন্টের প্রথম ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান। এরপর ব্যাট হাতে শুরুটা ভালোই করেছিলেন দুই আফগান ওপেনার। ৮ ওভারেই করেছিলেন ৪৭ রান। তবে নবম ওভারে অধিনায়ক সাকিবের বলে আউট হয়ে ফিরেছেন ইবরাহিম জাদরান। এরপর দ্বিতীয় উইকেটে মাঠে নেমে রহমানুল্লাহ গুরবাজের সঙ্গে বড় জুটি গড়ার পথে এগিয়ে যাচ্ছিলেন রহমত শাহ। কিন্তু ষোড়শ ওভারে বোলিংয়ে এসে আবার উইকেটের দেখা পেয়েছেন সাকিব। 

আগে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করেছিলেন রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান। টাইগার বোলারদের দেখেশুনে খেলে স্কোরবোর্ডে রান তুলেছেন দ্রুত। এই দুই আফগান ওপেনারদের বিপক্ষে সুবিধা করে ওঠতে পারছিলেন না তাসকিন, শরিফুল, মুস্তাফিজরা। 


বিজ্ঞাপন


এরপর নবম ওভারে বল হাতে আজ নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ব্রেক থ্রু এনে দেন টাইগার অধিনায়ক। তার করা দ্বিতীয় বলে ২২ রান করে সাজঘরে ফিরেন ইব্রাহিম। ২৫ বলে ৩ চার এবং ১ ছয়ে ২২ রান করে এই আফগান ওপেনার সাজঘরে ফিরলে ভাঙে ৪৭ রানের ওপেনিং জুটি। 

ইব্রাহিম ফিরলে ক্রিজে গুরবাজের সঙ্গী হন রহমত শাহ। দুজন মিলে দেখেশুনে খেলে আবার এগিয়ে যাচ্ছিলেন বড় জুটি গড়ার দিকে। জুটি গড়ে স্কোরবোর্ডে যোগ করেন ৩৬ রান। তবে ষোলতম ওভারে বোলিংয়ে এসেই ফের আঘাত হানেন সাকিব। ওভারের প্রথম বলেই লিটনের ক্যাচে পরিণত হন রহমত। সাজঘরে ফেরার আগে ২৫ বলে করেছেন ১৮ রান। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ১৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৪ রান। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর