মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইতিহাস বলছে ২৪০ রানের পুঁজিতেই বিশ্ব চ্যাম্পিয়ন হবে ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩, ০৬:৪৭ পিএম

শেয়ার করুন:

ইতিহাস বলছে ২৪০ রানের পুঁজিতেই বিশ্ব চ্যাম্পিয়ন হবে ভারত

ক্রিকেটের বিশ্ব সেরার লড়াইয়ে সর্বাধিক শিরোপার মালিক অস্ট্রেলিয়া। পাঁচবারের চ্যাম্পিয়ন অজিরা আজ দুইবারের বিশ্বসেরা ভারতের মুখোমুখি। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনালে আগে ব্যাট করতে মাত্র ২৪০ রানেই অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। পুরো আসর জুড়ে কোন ম্যাচ না হারা ভারত এই পুজিতেই স্বপ্ন দেখছে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার। অপরদিকে ইতিহাসও তাদের পক্ষেই কথা বলছে। 

ক্রিকেটের বিশ্ব সেরার লড়াইয়ে সর্বপ্রথম ১৯৮৩ সালে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিল ভারত। এরপর অনেক বিশ্বকাপ আসর গেলেও ফাইনালে কখনো পৌঁছাতে পারেনি কপিল দেবের উত্তরসূরিরা। তবে দীর্ঘ ২০ বছর পর বিশ্বকাপের ফাইনালে ২০০৩ সালে আবারো খেলার যোগ্যতা অর্জন করে ভারত। 


বিজ্ঞাপন


সেবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বপ্ন ভঙ্গ হয়েছিল সৌরভ গাঙ্গুলিদের। এরপর বিশ্বকাপের শিরোপার আক্ষেপ মোচন হয়েছিল মাহেন্দ্র সিং ধোনির হাত ধরে ২০১১ সালে। 

তবে আবারো সেই ২০ বছর পর বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে প্রতিপক্ষ হিসেবে পেল ভারত। ভারতীয় ক্রিকেটের সোনালি অতীয় বলছে এবার বিশ্বকাপ শিরোপা তারাই জিতবে। কেননা সেই ১৯৮৩ সালের পর ২০ বছরের অপেক্ষায় আবারো বিশ্বকাপ ফাইনালে উঠেছিল টিম ইন্ডিয়া। যেখানে স্বপ্ন ভেঙ্গেছিল তাদের। 

তবে কপিল দেবের কালজয়ী শিরোপা উদযাপনের ২০ বছর পর ভারত ব্যর্থ হলেও আবারো ২০ বছরের ব্যাপ্তি দিয়ে বিশ্বকাপের ফাইনালের মঞ্চে টিম ইন্ডিয়া। যেখানে ৮৩ বিশ্বকাপের স্মৃতিকে সামনে রেখে সময়কাল ঠিক রেখে চ্যাম্পিয়ন হবে ভারত। 

ভারতীয় ভক্তদের থেকে ধরে তাদের ক্রীড়া সাংবাদিক সকলেই তাদের সেই পুরনো স্মৃতিকে সামনে রেখে জানান দিচ্ছে ২০ বছর আগের প্রতিশোধ নিয়েই এবার চ্যাম্পিয়ন হবে রোহিত শর্মার দল। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর