আর ৩০ দিন পর মাঠে গড়াতে যাচ্ছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। ইতিমধ্যে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের সূচি প্রকাশ হয়েছে। আগামী ৫ অক্টোবর গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে ক্রিকেটের এই মেগা আসরের। ইতিমধ্যে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দলগুলো তাদের প্রাথমিক স্কোয়াড জানিয়ে দিয়েছে। আইসিসি ঘোষিত গাইডলাইন অনুযায়ী আজ ৫ সেপ্টেম্বর বিশ্বকাপের দল ঘোষণার শেষ সময়। তাই ক্রিকেটের এই মেগা আসরকে সামনে রেখে ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে দখিণ আফ্রিকা।
প্রোটিয়াদের বিশ্বকাপ দলে রয়েছে একাধিক চমক। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন একাধিক তারকা। সেই সঙ্গে সদ্য অভিষিক্ত জেরাল্ড কোয়েটজিও সুযোগ পেয়েছেন এই দলে।
বিজ্ঞাপন
অপরদিকে দিকে অনেক আশা জাগিয়েও ভারতের বিমান ধরার সুযোগ পাননি 'বেবি এবি' খ্যাত ডেওয়াল্ড ব্রেভিস। অপরদিকে ইনজুরির কারণে ছিটকে গেছেন অলরাউন্ডার ওয়েইন পার্নেল। তবে ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ বোলার সিসান্ডা মাগালা টিকে গেছেন বিশ্বকাপের দলে। বরাবরের মতো অধিনায়কত্বের দায়িত্ব থাকছে টেম্বা বাভুমার কাঁধে।
আগামী ৭ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে দক্ষিণ আফ্রিকা।
বিজ্ঞাপন
দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড:
টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, সিসান্ডা মাগালা, কেশব মহারাজ, আইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, অ্যানরিচ নর্টজে, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি, রাসেন ডুসেন





































































































































































