মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিশ্বকাপে বাংলাদেশ দলের নতুন দায়িত্বে সুজন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১২ পিএম

শেয়ার করুন:

বিশ্বকাপে বাংলাদেশ দলের নতুন দায়িত্বে সুজন

বাংলাদেশের দলের সঙ্গে প্রায় দেখা যেত টাইগারদের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে। দলের সঙ্গে কখনো থাকতেন টিম ম্যানেজার হয়ে অথবা লিডার হয়ে আবারো কখনো দলের কোচিং স্টাফের বড় দায়িত্ব নিয়ে। তবে সম্প্রতি তাকে আর দলের সঙ্গে দেখা যেত না। বর্তমানে বিসিবির পরিচালক হিসেবে কাজ করছেন তিনি। তবে আসন্ন ভারত বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলে ফিরছেন তিনি। 

ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরতে যাচ্ছেন তিনি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের চাওয়াতে টিম ডিরেক্টর হিসেবে সাকিবদের সঙ্গে ভারত যাবেন সুজন। 


বিজ্ঞাপন


খালেদ মাহমুদ সুজন বিসিবি বসের ইচ্ছাতেই টিম ডিরেক্টর হয়ে বাংলাদেশ দলের সঙ্গে যাবেন। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে সুজন বলেন, "পাপন (নাজমুল) ভাই আজ সকালে আমাকে ফোন করেছিলেন এবং বলেছিলেন তিনি বিশ্বকাপের জন্য টিম ম্যানেজমেন্টের তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত করেছেন এবং আমি তাকে না বলতে পারি না।"

নিউজিল্যান্ড সিরিজের পর বিশ্বকাপের জন্য ভারতের বিমান ধরবে বাংলাদেশ। তবে এর আগে ২৬ অথবা ২৭ সেপ্টেম্বর বিশ্বকাপের ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। ২১ থেকে ২৬ সেপ্টেম্বর মিরপুরে অনুষ্ঠিত হবে টাইগারদের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর