মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে রেকর্ডবুকে মুশফিক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৩, ০৫:০৭ পিএম

শেয়ার করুন:

দ্বিতীয় বাংলাদেশী হিসেবে রেকর্ডবুকে মুশফিক

ওয়ানডে বিশ্বকাপের এবারের আসরে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম তিন ম্যাচের দুইটিতেই হেরে যাওয়া টাইগারদের প্রতিপক্ষ আজ স্বাগতিক ভারত। আর রোহিত শর্মার দলের বিপক্ষে ম্যাচে আজ চোটের কারণে সাকিব আল হাসান খেলতে না পারায় অধিনায়কত্বের ভার নাজমুল হোসেন শান্তর কাঁধে। এদিকে নিয়মিত অধিনায়ককে ছাড়া খেলতে নেমে টসে জিতে আগে ব্যাটিং নেন টাইগার কাপ্তান। এদিন ব্যাটিং করতে নেমে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে অনন্য এক রেকর্ড গড়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। 

বাংলাদেশের হয়ে আজ ব্যাটিং ইনিংসের সূচনায় দুর্দান্ত এক রেকর্ড গড়েছেন লিটন দাস এবং তানজিদ তামিম। টুর্নামেন্টের এবারের আসরে আজই প্রথম ওপেনিং জুটি খেলেছে পাওয়ার প্লের পুরোটাই। সেই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ওপেনিং জুটির রেকর্ডও গড়েছেন এ দুজন। 


বিজ্ঞাপন


ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে আজকের আগে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের ওপেনিং জুটি ছিল মেহরাব হোসেন অপি এবং শাহরিয়ার হোসেনের। ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ৬৯ রান করেছিলেন তারা। এ দুজনের রেকর্ড আজ নিজের করে নিয়েছেন লিটন-তামিম। দুজন মিলে স্কোরবোর্ডে তুলেন ৯৩ রান।

রেকর্ড ওপেনিং জুটি গড়ার পথে তামিম তুলে নিয়েছেন নিজের ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। তবে ফিফটি করার পর নিজের ইনিংসটাকে আর বড় করতে পারেননি তিনি। আর তামিম আউট হওয়ার পরই দ্রুত তিন উইকেট হারায় বাংলাদেশ।

তামিমের পর একে একে সাজঘরে ফিরেন শান্ত, মেহেদী মিরাজ এবং লিটন। টাইগারদের হয়ে এখন দলের হাল ধরেছেন তাওহীদ হৃদয় এবং মুশফিকুর রহিম। এদিকে মাঠে নেমেই এক রেকর্ড গড়েছেন মুশফিক।

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিশ্বকাপ ক্রিকেটে এক হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি। আজকের ম্যাচের আগে বিশ্বকাপে মিঃ ডিপেন্ডেবলের রান ছিল ৯৯৬।  প্রথম বাংলাদেশি হিসেবে এ রেকর্ড গড়েছিলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার এখনো পর্যন্ত বিশ্বকাপে করেছেন ১২০৪ রান। 


বিজ্ঞাপন


এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান। মুশফিক অপরাজিত আছেন ২০ রানে, সঙ্গী হৃদয় নট আউট আছেন ১২ রানে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর