মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

১৫৬ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৩, ০৫:২২ পিএম

শেয়ার করুন:

লঙ্কান বোলারদের তোপে ১৫৬ রানেই অলআউট ইংল্যান্ড

চলমান ওয়ানডে বিশ্বকাপে দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছেই না বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। নিউজিল্যান্ডের বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করার পর এখনো পর্যন্ত চার ম্যাচ খেলে জয় মাত্র একটিতে। আজ নিজেদের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে ইংলিশরা। লঙ্কানদের বিপক্ষে অতীত রেকর্ড অবশ্য কথা বলে না ইংলিশদের হয়ে। ২০০৭ সাল থেকেই বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে কোনো ম্যাচ জিতেনি ইংল্যান্ড। তারই প্রতিফলনই যেন ঘটছে আজকের ম্যাচেও। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে ইংলিশ অধিনায়ক জস বাটলার ব্যাটিং নেয়ার পর বিপর্যয়ের মুখে পড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। লঙ্কান বোলারদের বোলিং তোপে আসা-যাওয়ার মাঝেই থেকেছে ইংলিশ ব্যাটাররা। শেষ পর্যন্ত বেন স্টোকসের ইনিংস সর্বোচ্চ ৪৩ রানের সুবাদে ৩৩.২ ওভারে অলআউট হওয়ার আগে  ১৫৬ রানের সংগ্রহ পেয়েছে ইংল্যান্ড। 

টসে জিতে ব্যাটিং নেয়ার পর আজ ব্যাট হাতে শুরুটা ভালোই করেছিলেন দুই ইংলিশ ওপেনার। জনি বেয়ারস্টো এবং ডেভিড মালান মিলে ৬ ওভারেই তুলেছিলেন ৪৫ রান। তবে এ ধারায় বাঁধা পড়ে সপ্তম ওভারে মালান আউট হলে। চোটের কারণে মাথিশা পাথিরানা বাদ পড়ায় দলে জায়গা পাওয়া এঞ্জেলো ম্যাথিউসের বলে কুশল মেন্ডিসের ক্যাচে পরিণত হয়ে ২৫ বলে ২৮ রান করে বিদায় নেন এই ইংলিশ ওপেনার। এরপর ক্রিজে আসেন জো রুট। 


বিজ্ঞাপন


369955

তবে রুটও আজ সুযোগ পাননি দলের হাল ধরতে। বেয়ারস্টোর সঙ্গে ভুল বুজাবুঝিতে রান আউট হয়ে ব্যক্তিগত ৩ রানেই সাজঘরে ফিরতে হয় তাকে। ৫৭ রানে দ্বিতীয় উইকেটের পতন হলে চাপে পড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। এরপর ক্রিজে বেয়ারস্টোর সঙ্গী হন জস বাটলার। তবে অধিনায়কের আগমনেও আজ ভাগ্য ফেরেনি ইংলিশদের। 

অধিনায়ককে সঙ্গে নিয়ে আজ দলের হাল ধরতে পারেননি বেয়ারস্টো। ফিরেছেন দলীয় ৬৮ রানেই। পরের ওভারেই আউট হন অধিনায়ক বাটলারও, ইংলিশদের দলীয় রান তখন ১৪.৫ ওভারে  ৪ উইকেট হারিয়ে ৭৭ রান। 

369961


বিজ্ঞাপন


এরপর আর কেউই হাল ধরতে পারেননি ইংলিশদের। লিয়াম লিভিংস্টোন এবং মঈন আলীও ফিরেছেন দ্রুতই। এদিকে এক প্রান্তে দ্রুত আসা-যাওয়ার মিছিল চলতে থাকলেও অপরপ্রান্ত আগলে রেখেছিলেন বেন স্টোকস। লঙ্কান বোলারদের দেখেশুনে খেলে ইংলিশদের হয়ে ইনিংস সর্বোচ্চ রান আজ করেছেন তিনিই। তবে দলকে সুবিধাজনক স্কোর এনে দিতে পারেননি ২০১৯ বিশ্বকাপে দলকে চ্যাম্পিয়ন বানানো এই মহানায়ক। ৪৩ রান করে তিনি ফিরেছেন ৩১তম ওভারে লাহিরু কুমারার বলে ক্যাচ তুলে দিয়ে। 

স্টোকসের বিদায়ের পর আর কেউ ধরতে পারেননি দলের হাল। ফলে শেষ পর্যন্ত ৩৩.২ ওভারেই অল আউট হয় ইংলিশরা। লঙ্কানদের হয়ে আজ সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন লাহিরু কুমারা

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর