বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে বাংলাদেশ দল জয় পেয়েছে মাত্র একটিতে। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর হেরেছে টানা চারটিতে। টানা হারের চক্রে আটকে যাওয়া টাইগারদের দিয়েই আজ মাঠে গড়াচ্ছে বিশ্বকাপের কলকাতা পর্ব। লাল-সবুজ দলের জয়ে ফেরার এ লড়াইয়ে প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ইডেন গার্ডেন্সে দুই দলের খেলা শুরু হবে দুপুর আড়াইটায়।
এমন এক সময়ে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে টাইগারদের যখন টানা হারে সেমিফাইনালের আশা কার্যত শেষই হয়েছে। সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে বড় ব্যবধানে হারায় বাকি ম্যাচ গুলো জিতলেও নিশ্চয়তা নেই সেমিতে পা রাখার। তাকিয়ে থাকতে হবে অন্যদলগুলোর জয়-পরাজয় এবং নেট রান রেটের দিকে।
বিজ্ঞাপন
এদিকে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে বাংলাদেশ বর্তমানে ৮ নম্বরে অবস্থান করছে। তবে টাইগারদের বিশ্বকাপ এখনই শেষ হয়ে গেছে এমনটা মনে করছেন না তাসকিন আহমেদ। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এখনো শেষ হয়ে যায়নি। এখনো চার ম্যাচ বাকি। আমরা যদি এ ম্যাচগুলো জিতি, তবে যেকোনো কিছু হতে পারে। কারণ তখন নিট রান রেট একটা ইস্যু হবে। কাজেই আমরা যদি চারটি ম্যাচ জিতি, তখন ভিন্ন একটি গল্প হবে। যদিও এ মুহূর্তে আমরা ম্যাচ-বাই-ম্যাচ এগোতে চাই।’
এদিকে এবারের বিশ্বকাপে দ্বিতীয় অঘটনের জন্মই দিয়েছিল নেদারল্যান্ডস, ডাচরা হারিয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। টাইগারদের মত তাদেরও আসরে একটি মাত্র জয়।
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকলেও ডাচদের লক্ষ্য টাইগারদের বিপক্ষে আজকের ম্যাচটি জিতে নেয়া। তাই আজ ইডেনে বাংলাদেশ সমর্থকদের সংখ্যা বেশি হওয়ার সম্ভাবনা থাকলেও তা নিয়ে মোটেই ভাবছেন না নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
গতকাল সংবাদ সম্মেলনে ডাচ অধিনায়ক বলেন, ‘আমরা বেশি দর্শকের সামনে খেলতে পছন্দ করি। দলের সবাই মুখিয়ে আছে ম্যাচটি খেলার জন্য। দর্শক ভারতের কি না বাংলাদেশ থেকে আসছে সেটি বিষয় না। আমরা প্রতিটি ম্যাচ জেতার জন্যই খেলি। আমরা দর্শকদের ভালো পারফরম্যান্স উপহার দিতে চাই৷’





































































































































































