চলমান ওয়ানডে বিশ্বকাপে এখনো পর্যন্ত নিজেদের ঠিক মেলে ধরতে পারেনি অস্ট্রেলিয়া। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা হেরেছে তিন ম্যাচের দুইটিতেই। এদিকে প্রথম দুই ম্যাচ জিতে এবারের আসরে দুর্দান্ত সূচনা করলেও তৃতীয় ম্যাচে পরাজিত হয়েছে পাকিস্তান। টুর্নামেন্টে সেমিফাইনালে খেলার স্বপ্ন জিইয়ে রাখতে দুই দলের জন্যই তাই জয়ের ধারায় ফেরা হয়ে ওঠেছে অপরিহার্য। ক্রিকেটের সাবেক এই দুই বিশ্বচ্যাম্পিয়ন আজ ব্যাঙ্গালুরুতে মাঠে নামছে একে অপরের বিপক্ষে যেখানে টসে জিতে অজিদের বিপক্ষে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জয়ের পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হেরে যায় পাকিস্তান। এরপর বাবর আজমদের নিয়ে হয়েছে অনেক সমালোচনা। সেসব পেছনে ফেলে ফের জয়ের ধারায় ফিরতে আজ মাঠে নামছে ম্যান ইন গ্রিনরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ একাদশে আছে এক পরিবর্তন। শাদাব খানের পরিবর্তে আজ দলে আছেন উসামা মীর।
বিজ্ঞাপন
অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে আজ অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে অজিরা। প্রথম দুই ম্যাচ হারলেও শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া জয়ের আত্মবিশ্বাসই আজ কাজে লাগাতে চান বলে জানিয়েছেন অধিনায়ক কামিন্স।
পাকিস্তান একাদশ
আবদুল্লাহ শফিক, ইমাম উল হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, উসামা মীর।
অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জস ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জস হ্যাজলউড।





































































































































































