বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয়ের পর আজ আফগানিস্তানের মুখোমুখি হয় ভারত। এদিন আগে ব্যাট করতে নেমে অধিনায়ক শহীদি ও আজমতউল্লাহ ওমরজাই দুই অর্ধশতকে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭২ রানের সংগ্রহ পায় আফগানরা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাট হাতে রেকর্ড গড়েছেন রোহিত শর্মা।
২৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতীয়দের মধ্যে চতুর্থ ব্যাটার হিসেবে ওয়ানডে বিশ্বকাপে ১ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন তিনি। এ রেকর্ড গড়তে সবচেয়ে কম ম্যাচ খেলেছেন রোহিত। ১৯তম ম্যাচে ১ হাজার রানের ক্লাবে নিজের নাম তুলেছেন তিনি। এর আগে বিশ্বকাপের মঞ্চে ১৯ ম্যাচে ডেভিড ওয়ার্নার এবং ২০ ম্যাচে এবি ডি ভিলিয়ার্স ১ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন।
বিজ্ঞাপন
ভারতীয়দের মধ্যে ওয়ানডে বিশ্বকাপে সবচেয়ে বেশি করেছেন শচীন টেন্ডুলকার। ৪৫ ম্যাচে ২ হাজার ২৭৮ রান করেন তিনি। এরপরই ২৮ ম্যাচে ১ হাজার ১১৫ রান করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। আর ২১ ম্যাচে ১ হাজার ৬ রান করে তালিকার তিন নম্বরে আছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।
অন্যদিকে বিশ্বকাপে এতোদিন শচীন টেন্ডুলকার সঙ্গে ৬টি শতরান নিয়ে যৌথভাবে শীর্ষস্থানে ছিলেন রোহিত। আজ আফগানদের বিপক্ষে শতরান করে সেই রেকর্ড নিজের করে নেন তিনি। এর মধ্যে দিয়ে বিশ্বকাপে সর্বাধিক ৭টি শতকে নিজের নাম লিখলেন তিনি। এই তালিকায় তৃতীয়তে ৫ শতক নিয়ে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা।
এছাড়া এদিন আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিস গেলের সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড ভেঙে নিজের করেছেন রোহিত। আজ আফগানদের বিপক্ষে মাঠে নামার আগে ৪৫২টি ম্যাচে ৫৫১টি ছয় ছিলো রোহিতের। এই তালিকায় ক্রিস গেলের রেকর্ড ভাঙতে তিনটি ছয়ের দরকার ছিলো তার। আফগানদের বিপক্ষে তিনটি ছয় মেরেই সেই তালিকায় নিজেকে সাবার শীর্ষে নিয়ে গেলেন তিনি।





































































































































































