মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আফগানিস্তানের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৩, ১০:৩৩ এএম

শেয়ার করুন:

আফগানিস্তানের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ

ইতিমধ্যেই শুরু হয়েছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩। এবারের টুর্নামেন্টে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আজ। আসরের প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। একদিনের ক্রিকেটে শ্রেষ্ঠত্বের আসরে এর আগেও আফগানদের বিপক্ষে দুইবার মাঠে নেমেছে টাইগাররা। ২০১৫ এবং ২০১৯ এর দুইটি ম্যাচেই জয় পেয়েছে লাল-সবুজের দল। সেই সুখস্মৃতি নিয়েই আজ ধর্মশালায় মাঠে নামছে সাকিব আল হাসানের দল। এ ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।    

আফগানিস্তান বাংলাদেশের চেনা প্রতিপক্ষেরই একটি। কদিন আগেই এশিয়া কাপে আফগানদের হারিয়েছে টাইগাররা। সেই লক্ষ্য নিয়েই আজ মাঠে নামছে সাকিব-তামিমরা। আজকের ম্যাচে টাইগারদের একাদশে আছেন ওপেনার তানজিদ তামিম। সাকিব আল হাসান ছাড়া আজ দলে নেই কোনো বিশেষজ্ঞ স্পিনার। আফগানদের বিপক্ষে আজ পেসার হিসেবে দলে তাসকিন আহমেদ এর সঙ্গে থাকবেন মুস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: নাটকীয়ভাবে পাকিস্তানকে কাঁদিয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

আফগানিস্তানও আজ পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামছে বাংলাদেশের বিপক্ষে। হাশমতউল্লাহ শহীদি অধিনায়কত্বে দলে আরও আছেন রশিদ খান, ফজল হক ফারুকি এবং রহমানউল্লাহ গুরুবাজরা।  

বাংলাদেশ একাদশ: 

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম। 


বিজ্ঞাপন


আফগানিস্তান একাদশ:

রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, আজমত উল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নাভিন উল হক, ফজল হক ফারুকি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর