মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রোটিয়াদের বিপক্ষে ব্যাটিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৩, ০২:০৩ পিএম

শেয়ার করুন:

প্রোটিয়াদের বিপক্ষে ব্যাটিংয়ে ভারত

ওয়ানডে বিশ্বকাপে এবার সবথেকে ধারাবাহিক দুই দল ভারত এবং দক্ষিণ আফ্রিকা। প্রথম পর্বে নিজেদের সব ম্যাচ জিতে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা। অন্যদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে হারলেও দক্ষিণ আফ্রিকা জয় পেয়েছে বাকি সব ম্যাচেই। ভারতের পর দ্বিতীয় দল হিসেবে শীর্ষ চার নিশ্চিত করেছে প্রোটিয়ারাই। শক্তিমত্তা এবং দক্ষতায় কাছাকাছি অবস্থানে থাকা এই দুই দল আজ মাঠে নামছে মুখোমুখি লড়াইয়ে। শীর্ষ স্থান দখলের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। 

টুর্নামেন্টে নিজেদের আগের সব ম্যাচ জেতা ভারত আজ নিজেদের জয়ের ধারা বজায় রাখার ম্যাচে মাঠে নেমেছে একাদশে কোনো পরিবর্তন ছাড়াই। 


বিজ্ঞাপন


এদিকে ভারতের বিপক্ষে ম্যাচে আজ প্রোটিয়াদের একাদশে আছে একটি পরিবর্তন। জেরাল্ড কোয়েটজির পরিবর্তে আজ দলে আছেন তাব্রেইজ শামসি।


ভারত একাদশ: 

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহ। 

 

 

দক্ষিণ আফ্রিকা একাদশ:

কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি, ফন ডার ডুসেন, এইডেন মারক্রাম, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, তাব্রেইজ শামসি, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিদি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর