মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যে ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৩, ১১:৪৮ এএম

শেয়ার করুন:

যে ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে গতকাল শুরু হয়েছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ-২০২৩ এর। এবারের আসরের প্রথম ম্যাচেই ইংলিশদের পেয়ে যেন ২০১৯ বিশ্বকাপ ফাইনালের বদলাই নিয়েছে কিউইরা। জস বাটলারের দল আগে ব্যাট করে ২৮২ রান তোলার পর লক্ষ্য তাড়া করতে নেমে ডেভন কনওয়ে-রাচীন রবীন্দ্রের বিশ্বরেকর্ড গড়া জুটিতে ব্ল্যাকক্যাপসরা জয় পেয়েছে ৯ উইকেট আর ৮২ বল হাতে রেখেই। আর মারমুখী ব্যাটিংয়ে এবারের আসরের প্রথম শতক তুলে নিয়েছেন কনওয়ে।

২০০৭ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দেশ ছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১১ সালে একদিনের বিশ্বকাপ ক্রিকেট হয়েছিল বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কার সম্মিলিত আয়োজনে। এরপর ২০১৫ এবং ২০১৯ এর টুর্নামেন্ট হয় যথাক্রমে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে। এই চারটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল যথাক্রমে অস্ট্রেলিয়া, ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড।  


বিজ্ঞাপন


আরও পড়ুন: কনওয়ে-রবীন্দ্রের বিশ্বরেকর্ড জুটিতে নাস্তানাবুদ ইংল্যান্ড

গত এই চারটি বিশ্বকাপ পর্যালোচনা করলে দেখা যায়, ২০০৭ বিশ্বকাপের প্রথম ব্যক্তিগত শতকের দেখা মেলে আসরের দ্বিতীয় ম্যাচে, স্কটল্যান্ডের বিপক্ষে সেদিন সেঞ্চুরি হাঁকিয়েছিলেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। ২০১১ সালের আসরের প্রথম ব্যক্তিগত শতকের দেখা পেয়েছিলেন বীরেন্দ্র শেবাগ। এরপর ২০১৫ এবং ২০১৯ সালের টুর্নামেন্টে প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন যথাক্রমে অ্যারন ফিঞ্চ এবং জো রুট।

এই চার আসরেই চ্যাম্পিয়ন হয়েছে টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি হাঁকানো ক্রিকেটারের দল। এবার যেহেতু আসরের প্রথম শতকের দেখা পেয়েছেন কিউই ব্যাটার কনওয়ে, তাই ভক্ত-সমর্থকরা ধারণা করছেন,  গত চার বারের মত এবারও হয়তো নিউজিল্যন্ডের হাতেই ওঠবে বিশ্বকাপের ট্রফি। আর শেষ পর্যন্ত তাই যদি হয় তাহলে টানা দুইবার ফাইনালে স্বপ্নভঙ্গের বেদনা থেকে মুক্তি পাবে কিউইরা।

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর