বাংলাদেশের ক্রিকেটে আস্থার এক নাম তামিম ইকবাল। টানা পাঁচ বিশ্বকাপ খেলার ক্ষণ গণনা করা এই দেশসেরা ওপেনার শেষ মুহূর্তে চোটের কারণে ভারতের বিমান ধরতে পারেন নি। ফিটনেস ইস্যুর কারণে তাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখে নি বিসিবি। তামিমকে দলে না রাখা নিয়ে দেশের ক্রিকেটে উত্তাপ ছড়িয়েছে অনেক। যা বিশ্বকাপের প্রথম ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও গড়িয়েছে।
আফগানিস্তান ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসেছিলেন হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। সেখানে তামিম ইকবালকে প্রশ্ন করায় তিনি খেপে গিয়েছিলেন। তামিম দলে না থাকায় আফগানিস্তানের বিপক্ষে স্বস্তিতে কিনা বাংলাদেশ এমন প্রশ্নে বিরক্ত হাথুরু। ধর্মশালায় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা খুবই অদ্ভুত প্রশ্ন। আপনি এমন একজনকে নিয়ে জানতে চাইলেন যে কিনা এখানে নেই। আমি ঠিক নিশ্চিত নই এখানে স্বস্তির কি আছে।’
বিজ্ঞাপন
তবে সব আলোচনাকে পেছনে ফেলে আজ ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। দলের সঙ্গে দেশসেরা ওপেনার তামিম ইকবাল না থাকলেও স্টেডিয়ামে ঠিকই তিনি ভক্তদের মাঝে ছিলেন।
ধর্মশালার গ্যালারিতে সমর্থকরা তামিমকে স্মরণ করে ব্যানার নিয়ে এসেছেন, যা নজর কেড়েছে সবার। সেই ব্যানারে তামিমের ছবির পাশে লেখা আছে- ‘তামিম উই উইল নেভার ফরগিভ ইউ।’ যার বাংলা অর্থ দাঁড়ায় - ‘তামিম আমরা তোমাকে কখনও ভুলব না।’
সেই ২০০৭ সাল থেকে একটি ওয়ানডে বিশ্বকাপেও তামিমকে ছাড়া খেলেনি বাংলাদেশ। এই প্রথম দেশের হয়ে রেকর্ড সর্বোচ্চ ২৫টি সেঞ্চুরি করা ব্যাটারকে ছাড়া বিশ্বকাপ খেলছে টাইগাররা। তামিমের এই না থাকা কোনভাবেই ভুলেনি ভক্তরা, যা ধর্মশালায় সমর্থকদের ব্যানারই প্রমাণ করে।





































































































































































