গেল কয়েক বছর ধরেই বাংলাদেশ-ভারত ম্যাচ বাড়তি উন্মেদনা তৈরি করছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তবে আজ মাঠের লড়াইয়ের নামার আগে টাইগার শিবিরে রয়েছে অস্বস্তি। কেননা আসরের প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে জয়ে পেলেও পরের দুটি ম্যাচ বড় ব্যবধানে হেরেছে টিম টাইগার্স। অপরদিকে ভারত টানা তিন জয়ে রয়েছে দুর্দান্ত ছন্দে। এমন অবস্থায় পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টাইগারদের নয়া অধিনায়ক নাজমুল হাসান শান্ত।
ম্যাচের আগে সাকিব আল হাসানের ইনজুরি নিয়ে ছিল ধোঁয়াশা। শঙ্কা ছিলো আজ ভারতের বিপক্ষে খেলা হবে না টাইগার অধিনায়কের। তবে গতকাল সংবাদ সম্মেলনে টাইগারদের কোচ চান্ডিকা হাথুরুসিংহে জানিয়েছিলেন, দলপতির অবস্থা এখন পর্যন্ত ভালো। তা সত্ত্বেও তিনি টিম ইন্ডিয়ার বিপক্ষে খেলবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে ম্যাচের আগে। অবশেষ সব শঙ্কা সত্যি হলো ভারতের বিপক্ষে খেলছেন না টাইগার অলরাউন্ডার।
বিজ্ঞাপন
ভারতের বিপক্ষে এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে চোট পাওয়া সাকিবকে বাদ দিয়ে দলে ভেড়ানো হয়েছে নাসুম আহমেদকে। অন্যদিকে তাসকিন আহমেদের জায়গায় এসেছে হাসান মাহমুদ। অপরদিকে ভারত অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।
এদিকে অতীত পরিসংখ্যান পক্ষে নেই বাংলাদেশ দলের। ভারতের মাটিতে এখন পর্যন্ত কোনো জয়ের রেকর্ড নেই লাল সবুজদের। সব মিলিয়ে ওয়ানডেতে এখন পর্যন্ত ৪০বার টিম ইন্ডিয়ার মুখোমুখি হয়ে বাংলাদেশ জিতেছে মাত্র ৮ ম্যাচে। অপরদিকে বিশ্বকাপেও এই দুই দলের দেখায় পিছিয়ে টাইগাররা। এ পর্যন্ত ২০০৭,২০১১,২০১৫ ও ২০১৯ বিশ্ব ক্রিকেট আসরে দেখা হয়েছে ভারত-বাংলাদেশের। যেখানে রোহিতদের ৩ জয়ের বিপরীতে সাকিবদের জয় ১টি। সেটাও দেড় দশক আগে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাসুম আহমেদ।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর ও জাসপ্রিত বুমরাহ।





































































































































































