মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ওয়ানডেতে নয়া ইতিহাস গড়লেন গিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩, ০৭:৩৪ পিএম

শেয়ার করুন:

ওয়ানডে ক্রিকেটে নয়া ইতিহাস গড়লেন গিল

গুভমান গিল  ভারতীয় ক্রিকেটের অন্যতম তারকা হিসেবে নিজেকে গড়ে তুলেছেন। ওয়ানডে বিশ্বকাপের আগে গড়েছেন একাধিক রেকর্ড। অসুস্থতার জন্য বিশ্বকাপের শুরুর দিকে খেলতে পারেননি। তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্ব মঞ্চে অভিষিক্ত হন তিনি। নিজের প্রথম বিশ্বকাপ খেলতে এসে আজ আবার নয়া রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন এই ওপেনার। 

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ২০০০ রানের মালিক এতোদিন ছিলেন দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা। আজ ধর্মশালায় কিউইদের বিপক্ষে খেলতে নেমে সেই রেকর্ড ভেঙে নিজের করেছেন গিল। ফলে একদিনের ক্রিকেটে দ্রুততম ২০০০ রানের ক্লাবের একক রেকর্ডধারী বনে গেলেন এই ডানহাতি ব্যাটার। 


বিজ্ঞাপন


ক্যারিয়ারের ৩৮তম ইনিংসে এসেই ওয়ানডে ক্রিকেট ২০০০ রানের মেইলফলক ছুঁলেন তিনি। এর আগে আমলা যা করেছিলেন ৪০ ইনিংসে। বিশ্বকাপের আগে আরো একাধিক রেকর্ড নিজের নামে করেছেন গিল। 

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া সিরিজে ভারতের হয়ে দ্রুততম ৬ ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড গড়েন গিল। যা আগে ছিল তারকা ক্রিকেটার শিখর ধাওয়ানের দখলে। ৪৬ ইনিংসে এই রেকর্ড গড়েছিলেন এই বাঁহাতি ব্যাটার। যা গিল ভেঙেছেন মাত্র ৩৫ ইনিংসে। শুধু তাই নয় আরো একগুচ্ছ রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন গিল। 

এক পঞ্জিকাবর্ষে ঘরের মাঠে সর্বোচ্চ শতক হাঁকানোর রেকর্ড নিজের নামে করেছেন। যা আগে ছিল  শচীন টেন্ডুলকার (১৯৯৬), বিরাট কোহলি (২০১৭ ও ২০১৮) এবং রোহিত শর্মার (২০১৭)। তাদের প্রত্যেকেই ঘরের মাঠে এক বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তিনটি করে সেঞ্চুরি করেছিলেন। এবার ২০২৩ সালে ভারতের মাটিতে চারটি শতক হাঁকিয়ে এই রেকর্ডের মালিক এখন শুবমান গিল।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর