মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আফগানদের ২৮৯ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩, ০৬:২৬ পিএম

শেয়ার করুন:

আফগানদের

চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম তিন ম্যাচেই দুর্দান্ত জয় পেয়েছে নিউজিল্যান্ড, সেমিফাইনালের পথে এগিয়ে গিয়েছে অনেকটাই। সেই টগবগে আত্মবিশ্বাস নিয়েই আজ নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নেমেছে কিউইরা। চেন্নাইয়ে আজ ব্ল্যাক ক্যাপসদের প্রতিপক্ষ ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নেয়া আফগানিস্তান। এ ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে গ্লেন ফিলিপসের ৭১ রানের ইনিংসের পর শেষদিকে মার্ক চ্যাপম্যানের ১২ বলে ২৫ রানের ক্যামিও ইনিংসের সুবাদে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৮ রান করেছে টম ল্যাথামের দল। 

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে কেইন উইলিয়ামসন হাতে চোট পাওয়ায় আজ দলে ছিলেন না তিনি। নিয়মিত অধিনায়ককে ছাড়া খেলতে নেমে শুরুটা ভালো করতে পারেনি দুই কিউই ওপেনার। স্কোরবোর্ডে ৩০ রান ওঠতেই আফগান স্পিনার মুজিব উর রহমানের বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে সাজঘরে ফিরতে হয় ডেভন কনওয়েকে।


বিজ্ঞাপন


কনওয়ে সাজঘরে ফেরার পর আরেক ওপেনার উইল ইয়াং প্রতিরোধ গড়েন রাচিন রবীন্দ্রকে নিয়ে। দুজন মিলে জুটি গড়ে স্কোরবোর্ডে তুলেন ৭৯ রান। তবে রবীন্দ্রকে আজ ঠিক হাত খুলে খেলতে দেননি আফগান বোলাররা। এক পর্যায়ে আজমতউল্লাহ ওমরজাইয়ের করা বলে বোল্ড হয়ে ৪২ বলে ৩২ রান করেই ফিরতে হয় বিশ্বকাপ অভিষেকে সেঞ্চুরি হাঁকানো রবীন্দ্রকে। কিউই এই ব্যাটার ফিরতে পারতেন আরও আগেই, তবে রবীন্দ্রের তুলে দেয়া ক্যাচটা মুঠোবন্দী করতে পারেননি আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। 

এদিকে নিউজিল্যান্ডের দলীয় ১০৯ রানে রবীন্দ্রকে ফেরানোর পর একই ওভারে অর্ধশতক হাঁকানো ওপেনার ইয়াংকেও তুলে নেন ওমরজাই। সাজঘরে ফেরার আগে ৬৪ বলে ৪ চার এবং ৩ ছয়ে ৫৪ রান করেছেন তিনি। পরের ওভারেই ৭ বলে ১ রান করা ডেরিল মিচেলের উইকেটও তুলে নেন রশিদ খান। ফলে পরপর ২ উইকেট হারিয়ে চাপে পড়ে কিউইরা। 

369336

তবে সেই চাপ খুব ভালোভাবেই সামলে নিয়েছেন টম ল্যাথাম-ফিলিপস জুটি। এ দুজন মিলে আফগান বোলারদের দেখেশুনে খেলে আজ জুটি গড়ে স্কোরবোর্ডে তুলেছেন ১৪৪ রান। প্রতিরোধ গড়ার পথে দুজনই তুলে নিয়েছেন ব্যক্তিগত অর্ধশতক। ইনিংসের শেষ দিকে ৪৮তম ওভারে এসে নাভিন উল হকের বলে রশিদের হাতে ক্যাচ হয়ে সাজঘরে ফিরেন ৮০ বলে সমান ৪টি করে চার এবং ছয়ে ৭১ রান করা ফিলিপ্স। এরপর একই ওভারে নিউজিল্যান্ডের দলীয় ২৫৫ রানে ৬৮ রান করে নাভিনেরই শিকার হয়ে ফিরতে হয় অধিনায়ক ল্যাথামকেও। 


বিজ্ঞাপন


একই ওভারে দুই ব্যাটারকে হারালেও কিউইদের হয়ে আজ নিজেদের দলীয় পুঁজি বাড়ানোর কাজটা করেছেন মার্ক চ্যাপম্যান। শেষদিকে ১২ বলে ২৫ রানের এক ক্যামিও ইনিংস খেলেছেন তিনি। সেই সুবাদে ৫০ ওভার খেলে ২৮৮ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। জয়ের জন্য আফগানদের এখন প্রয়োজন ৫০ ওভারে ২৮৯ রান। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন ওমরজাই এবং নাভিন।  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর