আফগানিস্তানকে উড়িয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করা বাংলাদেশ পরের দুই ম্যাচেই যেন দেখল মুদ্রার উল্টো পিঠ। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে শোচনীয় হারের পর এবার ভারতের মুখোমুখি হতে যাচ্ছে টাইগাররা। নিজেদের চতুর্থ ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যে ম্যাচ ভেন্যু পুনেতে পৌঁছে গিয়েছে বাংলাদেশ দল।
বিশ্বকাপের পরবর্তী ম্যাচ পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৯ অক্টোবর। রোহিত শর্মাদের বিপক্ষে ম্যাচের আগে লম্বা বিরতি হওয়ায় ক্রিকেটাররা তিনদিনের ছুটি পেয়েছেন। এই অবসর সময় ক্রিকেটাররা যে যার মতো করে কাটাতে পারবেন। তিন দিনের বিরতি শেষে ১৭ অক্টোবর তারা অনুশীলনে ফিরবেন।
বিজ্ঞাপন
তবে টাইগার ক্রিকেটাররা ছুটি পেলেও শঙ্কা রয়েছে অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে। কেননা চেন্নাইয়ে ইনজুরিতে পড়েছেন তিনি।

গতকাল চিদাম্বরম স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে পাত্তাই পায়নি বাংলাদেশ। ২৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কেন উইলিয়ামসন ও মিচেলের ব্যাটে ৪৩ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় পায় কিউইরা। এমন হারের পর জানা যায় ম্যাচ শেষ না হতেই মাঠ ছেড়ে হাসপাতালে গিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। গতকাল চোটের ব্যাপারে বিস্তারিত জানা না গেলেও আজ সাকিবের আপডেট জানা গিয়েছে।
টাইগার টিম ম্যানেজম্যান্ট সূত্র নিশ্চিত করেছে, সাকিবের পেশিতে চিড় ধরা পড়েছে। তবে ইনজুরির চূড়ান্ত রিপোর্ট এখনও হাতে পায়নি বাংলাদেশ। রিপোর্ট পেলে বাকিটা জানা যাবে বলে জানিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ওর (সাকিব) পেশিতে চিড় ধরা পড়েছে, এখনও রিপোর্ট আসেনি। আশা করি ভারতের বিপক্ষে পরের ম্যাচ খেলতে পারবে।’
বিজ্ঞাপন
সাকিবের পেশিতে চিড় ধরা পরায় শঙ্কা তৈরি হয়েছে পরের ম্যাচে টাইগার অধিনায়ককে পাওয়া নিয়ে। আগামী ১৯ অক্টোবর ভারতের বিপক্ষে বাংলাদেশের পরবর্তী ম্যাচ, এর আগে কি পুরো ফিট সাকিবকে পাওয়া যাবে কিনা তাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে?





































































































































































