বিশ্বকাপের দামামা বেজে উঠেছে আরো দুইদিন আগে। আজ ভারতের মাটিতে এবারের বিশ্বকাপের প্রথম ডাবল হেডার অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি। অপরদিকে দ্বিতীয় ম্যাচে ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। আগে বোলিং নেওয়াটাই যেন কাল হল শ্রীলঙ্কার। ব্যাট করতে নেমে বিশ্বকাপের একাধিক রেকর্ড ভেঙে তিন ব্যাটারের শতকে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড ৪২৮ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা।
এর আগে বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার দখলে। ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ৪১৭ রান করেছিল অজিরা। আজ অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দলীয় ১০ রানে ৫ বলে ৮ রানে আউট হন প্রোটিয়া অধিনায়ক। এরপর ক্রিজে আছেন রাসি ভ্যান ডুসেন। তাকে সঙ্গে নিয়ে ২০৪ রানের জুটি করেন কুইন্টন ডি কক। কুইন্টন ডি কক তার শতরান পূর্ণ করে আউট হন। দলীয় ২১৪ রানে ৮৪ বলে ১০০ রান করে আউট হন ডি কক।
বিজ্ঞাপন
তৃতীয় উইকেটে ক্রিজে আসা এইডেন মার্করামকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রেখে শতক পূর্ণ করেন ভ্যান ডুসেন। দলীয় ২৬৪ রানে ১১০ বলে ১০৮ রান করে সাজঘরে ফিরে যান তিনি। এরপর ক্রিজে আসা হেনরি ক্লাসেনকে সঙ্গে নিয়ে মারমুখি ব্যাটিং করতে থাকেন মার্করাম। তবে দলীয় ৩৪২ রানে ২০ বলে ৩২ রান করে ফিরে যান ক্লাসেন।
এরপর ৪৯ বলে শতক পূর্ণ করেন মার্করাম। যা ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতক। দলীয় ৩৮৩ রানে ৫৪ বলে ১০৬ রান করে আউট হন মার্করাম। পরে ক্রিজে আসা মার্কো জানসেনকে সঙ্গে নিয়ে ইনিংস শেষ করে আসেন ডেভিড মিলার। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৪২৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় প্রোট্রিয়ারা। সেই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে প্রথম এক ইনিংসে তিন ব্যাটারের শতকের অনন্য ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা।





































































































































































