মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নিউজিল্যান্ডের বিপক্ষে বোলিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩, ০২:০৭ পিএম

শেয়ার করুন:

নিউজিল্যান্ডের বিপক্ষে বোলিংয়ে ভারত

চলমান ওয়ানডে বিশ্বকাপে এখনো পর্যন্ত দুই অপরাজিত দল ভারত এবং নিউজিল্যান্ড। স্বাগতিকদের মত টুর্নামেন্টের প্রথম চার ম্যাচ জিতে উড়ন্ত সূচনা পেয়েছে কিউইরা। রানরেটের ব্যবধানে কিছুটা এগিয়ে থাকায় অবশ্য শীর্ষস্থানে আছে ব্ল্যাক ক্যাপসারাই। তবে আজকের ম্যাচের পর ‘অপরাজিত’ তকমা হারাবে একটি দল। ধর্মশালায় আজ মুখোমুখি আসরে এখনো ‘অজেয়’ বিরাট কোহলি- ট্রেন্ট বোল্টরা। হাই-ভোল্টেজ এ ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

বাংলাদেশের বিপক্ষে ভারতের ম্যাচের দিন পায়ে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। সেই চোটের কারণে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলতে পারছেন ভারতীয় এই অলরাউন্ডার। একই সঙ্গে কিউইদের বিপক্ষে ম্যাচে আজ একাদশে জায়গা হারিয়েছেন শার্দুল ঠাকুর। এ দুজনের বদলে আজ মাঠে নামবেন সূর্যকুমার যাদব এবং মোহাম্মদ শামি। 


বিজ্ঞাপন


এদিকে ভারতের বিপক্ষে আজকের ম্যাচে নিউজিল্যান্ড একাদশে নেই কোনো পরিবর্তন। আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়া দল নিয়েই আজ স্বাগতিকদের মোকাবেলা করবে কিউইরা। 

 

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহ। 

 

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর