মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মিচেলের শতকে ভারতকে ২৭৪ রানের চ্যালেঞ্জ দিল কিউইরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩, ০৬:৩২ পিএম

শেয়ার করুন:

মিচেলের শতকে ভারতকে ২৭৪ রানের চ্যালেঞ্জ দিল কিউইরা

ওয়ানডে বিশ্বকাপের প্রতিটি দলের চারটি ম্যাচ শেষে শীর্ষ দুই দল ভারত ও নিউজিল্যান্ড। ধর্মশালায় আজ এই দুই দলের লড়াইয়ে টসে হেরে ব্যাট করতে নামে কিউইরা। ইনিংসের শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে ব্ল্যাকক্যাপসরা। তবে তৃতীয় উইকেট জুটিতে ড্যারেল মিচেল ও রাচিন রবীন্দ্রের ১৫৯ রানের পার্টনারশিপে ঘুরে দাঁড়ায় টম লাথামের দল। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে মিচেলের বিধ্বংসী শতকে সবকটি উইকেট হারিয়ে ২৭৩ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। 

আগে ব্যাট করতে নেমে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের সেঞ্চুরিয়ান ডেভন কনওয়ে আজ রানের খাতায় খুলতে পারেনি। ইনিংসের চতুর্থ ওভারে মোহাম্মদ সিরাজের শিকার হয়ে ৯ বলে শূন্য রান করে সাজঘরে ফিরেন কিউই ওপেনার। এরপর তার দেখানো হাঁটেন আরেক ওপেনার উইল ইয়াং। নবম ওভারে দলীয় ১৯ রানে মোহাম্মদ শামির বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন ইয়াং। 


বিজ্ঞাপন


দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়া নিউজিল্যান্ডের হাল ধরেন ড্যারেল মিচেল ও রাচিন রবীন্দ্র। দুই টপ অর্ডার ভারতীয় বোলারদের দারুণ ভাবে সামলান। ব্যক্তিগত  ১২ রানে রবীন্দ্রের সহজ ক্যাচ ছেড়ে দেন ভারতের সেরা ফিল্ডার জাদেজা। এরপর যেন নিজের সরূপে ফিরেন এই কিউই ব্যাটার। মিচেলকে সঙ্গে নিয়ে গড়েন ১৫৯ রানের জুটি। 

রবীন্দ্রকে ৩৪তম ওভারে ফিরিয়ে জুটি ভাঙেন পেসার মোহাম্মদ শামি। এই বাঁহাতি ব্যাটার ৭৫ রান করে ফিরে গেলেও এক প্রান্তে দাঁড়িয়ে থাকেন মিচেল। কিউই এই অলরাউন্ডার তার আগ্রাসী ব্যাটিংয়ে ১০০ বলে তুলে নেন তার বিশ্বকাপের প্রথম শতক। 

partnership

পঞ্চম উইকেট জুটিতে মিচেলকে সঙ্গে নিয়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে যান গ্লেন ফিলিপস। কিন্তু ৪৫তম ওভারে কুলদীপ যাদবের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন ফিলিপস। এরপর  লোয়ার অর্ডার ব্যাটাররা পেসার শামির বোলিং তোপে তেমন কিছু করতে পারেননি। শেষ দিকে মিচেলের শতকে ভর করে নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৭৩ রানের সংগ্রহ পায় কিউইরা। 


বিজ্ঞাপন


নিউজিল্যান্ডের হয়ে ১২৭ বলে ১৩০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন মিচেল। ভারতের হয়ে সর্বোচ্চ পাঁচটি উইকেট নেন মোহাম্মদ শামি।  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর