মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ম্যাক্সওয়েলের রেকর্ড শতকে অস্ট্রেলিয়ার ৩৯৯

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৩, ০৬:৩৫ পিএম

শেয়ার করুন:

ম্যাক্সওয়েলের রেকর্ড শতকে অজিদের রান পাহাড়

প্রথম দুই ম্যাচে হার দিয়ে বিশ্বকাপ শুরু করা অস্ট্রেলিয়া খুঁজে পেয়েছে নিজেদের চিরচেনা ছন্দ। শ্রীলঙ্কার পর পাকিস্তানকে হারিয়ে আজ নিজেদের পঞ্চম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ডাচদের বিপক্ষে এ ম্যাচে আজ দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। পরে ব্যাট হাতে ডেভিড ওয়ার্নারের রেকর্ড গড়া সেঞ্চুরির পর শেষদিকে গ্লেন ম্যাক্সওয়েল খেলেন এক ঝড়ো ইনিংস। একের পর এক চার-ছয়ের মারে মাত্র ৪০ বলেই রেকর্ড গড়া শতক হাঁকান ম্যাক্সওয়েল। ওয়ার্নারের পর তাঁর এই দুর্দান্ত শতকে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া  ৩৯৯ রানের পাহাড় সমান সংগ্রহ পেয়েছে। 

টসে জিতে ব্যাট করতে নেমে আজ শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। দলীয় ২৮ রানেই ভাঙে ওপেনিং জুটি, মিচেল মার্শ বিদায় নেন মাত্র ৯ রান করেই। তবে দ্রুত এক ওপেনারকে হারালেও আজ বিপাকে পরতে হয়নি অজিদের। স্টিভ স্মিথকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ১৩২ রানের জুটি গড়েন আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার।


বিজ্ঞাপন


দলীয় ১৬০ রানে স্মিথ ৭১ রান করে আরিয়ান দত্তের বলে ভ্যান ডার মারিইর ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফিরলেও থামেনি অস্ট্রেলিয়ার রানের চাকা। স্মিথ ফেরার পর ক্রিজে ওয়ার্নারের সঙ্গী হন মার্নাস লাবুশেন। এ দুজন জুটি গড়ে স্কোরবোর্ডে তুলেন ৮৪ রান। এদিকে আজ বিশ্বকাপে নিজের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছেন ওয়ার্নার। 

369890

অস্ট্রেলিয়ার জার্সিতে বিশ্বকাপে যৌথ ভাবে সবথেকে বেশি সেঞ্চুরির মালিক ছিলেন পন্টিং এবং ওয়ার্নার। তবে আজ ডাচদের বিপক্ষে ম্যাচে শতক হাঁকিয়ে এ রেকর্ড একা নিজের করে নিয়েছেন অজি এই ওপেনার, নাম লিখিয়েছেন শচীন টেন্ডুলকারের পাশে। এবারের আসরে টানা নিজের দ্বিতীয় শতক তুলে নেয়ার পর আজ তিনি ৯৩ বলে ১০৪ রান করে সাজঘরে ফিরেন লোগান ভ্যান বিকের বলে ক্যাচ তুলে দিয়ে।

369898


বিজ্ঞাপন


এদিকে দুর্দান্ত ব্যাটিংয়ে আজ ফিফটি করেছেন লাবুশেনও। ৪৭ বলে ৬২ রানের এক ঝলমলে ইনিংস খেলেছেন তিনি। এদিকে ৩৯ ওভারের সময় ব্যাটিংয়ে নেমে আজ ঝড়ো এক ইনিংস খেলেছেন ম্যাক্সওয়েল। ডাচ বোলারদের তুলোধুনা করে একের পর এক চার ছয়ে দলের রানের বাড়িয়ে নেন তিনি।২৭ বল খেলে নিজের ব্যক্তিগত ফিফটি করার পর হয়ে ওঠেন আরও বেপরোয়া। শতক হাঁকাতে পরের ৫০ রান করেন মাত্র ১৩ বলে। ফলে মাত্র ৪০ বলে সেঞ্চুরি হাঁকিয়ে আজ রেকর্ড গড়েছেন ম্যাক্সওয়েলও। 

বিশ্বকাপ ইতিহাসে এটিই এখন দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। শেষ পর্যন্ত আজ ম্যাক্সওয়েল ফিরেছেন দলীয় ৩৯৩ রানে। তবে সাজঘরে ফেরার আগে ৪৪ বল খেলে ৯ চার আর ৮ ছয়ে করেছেন ১০৬ রান। তাঁর এই ঝড়ো ইনিংসেই শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৯৯ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। নেদারল্যান্ডসের হয়ে আজ সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন লোগান ভ্যান বিক।   

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর