মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

উদ্বোধনী ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৩, ০৫:৪৫ পিএম

শেয়ার করুন:

উদ্বোধনী ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল ইংল্যান্ড

বিশ্বকাপের ১৩তম আসর শুরু হতে যাচ্ছে আগামীকাল। এর আগে আজ বুধবারই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের শুরুর দামামা বেজে উঠেছে। আজ বিশ্বকাপের আগের দিন ‘ক্যাপ্টেনস ডে’ অনুষ্ঠিত হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন ১০ দলের অধিনায়ক। তবে আগামীকাল ২২ গজের লড়াইয়ে উদ্বোধনী ম্যাচে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল ইংল্যান্ড। 

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের ১৩তম আসর। বাংলাদেশ সময় দুপুর ২টা বেজে ৩০ মিনিটে শুরু হবে বিশ্বকাপের প্রথম ম্যাচ। তবে আজই  ‘ক্যাপ্টেনস ডে’ এর মধ্য দিয়ে বিশ্বকাপের উন্মাদনা শুরু হয়ে গিয়েছে। 


বিজ্ঞাপন


এসবের মাঝে বড় অস্বস্তিতে ইংল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে সবশেষ প্রস্তুতি ম্যাচে খেলেননি বেন স্টোকস। ধারণ করা হয়েছিল এই অলরাউন্ডারকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে আজ বড় দুঃসংবাদ পেল ইংলিশ শিবির। জানা গেছে আগামীকাল কিউইদের বিপক্ষে খেলবেন না স্টোকস। 

আরও পড়ুন: অবৈধভাবে মদ আনায় নিষিদ্ধ দেশের ৫ ফুটবলার

আরও পড়ুন: বিশ্বকাপে নতুন নিয়ম চালু করল আইসিসি

বেন স্টোকসের না খেলার বিষয়টি নিশ্চিত করেছে ইংলিশ গণমাধ্যম দ্য ডেইলি মেইল। বর্তমান চ্যাম্পিয়নদের অধিনায়ক জস বাটলার জানিয়েছেন স্টোকসের মতো বড় তারকাদের নিয়ে ঝুঁকি নিতে চান না তারা। এই অলরাউন্ডারের পরিবর্তে একাদশে জায়গা পেতে যাচ্ছেন হেরি ব্রুক। 


বিজ্ঞাপন


বাটলার গণমাধ্যমকে জানিয়েছেন, "টুর্নামেন্টের শুরুর দিক কাউকে নিয়ে বড় ঝুঁকি নেওয়ার সময় নয়। শেষের কাছাকাছি, হয়তো আপনি ক্রিকেটারদের আঘাতের সাথে আরও ঝুঁকি নিতে পারেন। এটি একটি দীর্ঘ টুর্নামেন্ট হতে যাচ্ছে। আমরা দেখব আজকে ছেলেরা কীভাবে প্রশিক্ষণে এগিয়ে যায়।" 

অপরদিকে বিশ্বকাপের প্রথম ম্যাচে থাকছেন না নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনও। দুই দেশের দুই তারকাকে ছাড়াই মাঠে মাঠে গড়াবে এবারের বিশ্বকাপ। বাংলাদেশ সময় দুপুর ২টা বেজে ৩০ মিনিটে শুরু হবে বিশ্বকাপের প্রথম ম্যাচ। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর